সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) মিমিক্রি করার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে একথা জানালেন উপরাষ্ট্রপতি।
ধনকড় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির (PM Modi) থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ যেভাবে ভয়ংকর নাটকীয়তার সৃষ্টি করলেন তাও পবিত্র সংসদ চত্বরে তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন। বলেছেন, গত কুড়ি বছর ধরে এমনই অপমান পেয়ে আসছেন উনি। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।’ সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকে এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।’
অভিযোগ, মঙ্গলবার সংসদ চত্বরে ধনকড়ের মিমিক্রি করেন কল্যাণ। একটি ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ধনকড় আগেই এই বিষয়ে ক্ষোভ উগরে জানিয়েছিলেন, সাংসদরা যা করেছেন তা ‘অনভিপ্রেত’ এবং ‘লজ্জাজনক’। এবার ফের এক্স হ্যান্ডলে ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.