Advertisement
Advertisement

নগদ টাকাই দুর্নীতির মূলে, ডিজিটাল অর্থনীতির পক্ষে মোদি

বলাই বাহুল্য এই বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশে প্লাস্টিক মানির ব্যবহারেই শিলমোহর দিলেন।

PM backs digital economy, says large volumes of cash cause corruption
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2016 2:38 pm
  • Updated:December 2, 2016 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে কালো টাকা দূর করতে ক্যাশ টাকার লেনদেন যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। প্লাস্টিক ইকোনমি এবং কার্ডের মাধ্যমে লেনদেনকেই বেছে নিতে হবে প্রধান মাধ্যম হিসাবে। তবেই কালো টাকার রমরমা রুখতে সক্ষম হবে দেশ। অন্তত এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি তিনি নিজের লিংকডিন অ্যাকাউন্টে একটি বার্তা প্রকাশ করেছেন সাধারণ মানুষের উদ্দেশে। আর সেখানেই তিনি ভবিষ্যতের অর্থনীতি সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীতে দুর্নীতির কোনও জায়গা নেই। দুর্নীতি দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের স্বপ্নের পথে অন্তরায়।”

Advertisement

দেশের যুব সম্প্রদায়ের কাছে তিনি আর্জি জানান, আর্থিক লেনদেনের জন্য তাঁরা যেন প্লাস্টিক মানি ব্যবহার করেন। বলাই বাহুল্য এই বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশে প্লাস্টিক মানির ব্যবহারেই শিলমোহর দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement