সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চিকিৎসকদের জন্য সুখবর৷ তাঁদের চাকরির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে৷ এবার ৬৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তাঁরা৷
সরকারি চিকিৎসকদের অবসরের বয়সসীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক৷ সেই প্রস্তাবেই সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী৷ এবার থেকে ৬৫ বছর বয়সে অবসর নেবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চিকিৎসকরা৷ মঙ্গলবার থেকেই এই নিয়ম লাগু হল৷ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
চিকিৎসকরা দেরিতে অবসর নিলে হাসপাতালগুলির অনেক দিক থেকেই সুবিধা হবে৷ সরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের সংখ্যা বেশি থাকলে উপকৃত হবেন রোগীরা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেন, সরকারের এই পদক্ষেপে দেশে স্বাস্থ্য ক্ষেত্রের আরও উন্নতি হবে৷ এর ফলে দেশে চিকিৎসকদের সংখ্যা বাড়বে৷ ফলে দরিদ্র রোগীদের চিকিৎসায় বেশি করে নজর দেওয়া সম্ভব হবে৷ তাঁদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাও করা সম্ভব হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.