Advertisement
Advertisement
ঔরঙ্গাবাদে দুর্ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া

শোকপ্রকাশের মাঝেও খোঁচা, ঔরঙ্গাবাদ দুর্ঘটনায় টুইটবার্তা রাজনৈতিক নেতাদের

কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারকে দুর্ঘটনার জন্য দায়ী করলেন দিগ্বিজয় সিং।

Plotical reactions on Aurangabad train accident where Congress slams BJP
Published by: Sucheta Sengupta
  • Posted:May 8, 2020 1:42 pm
  • Updated:May 8, 2020 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেলট্র্যাক ধরে বাড়ি ফেরার পথে ক্লান্ত, ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষে দিয়ে গিয়েছে মালবাহী ট্রেন। মৃত্যু হয়েছে ১৬জনের। সাতসকালে দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত প্রধানমন্ত্রী টুইট করেছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এনিয়ে উদ্বেগ ও শোকপ্রকাশ করেন অন্যান্য নেতারাও। যথারীতি ঘটনার দায় নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ঘটনায় দায় চাপিয়েছেন কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের উপর।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সকলের শোকবার্তায় ভরে গিয়েছে টুইটারের পাতা। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দুর্ঘটনার খবরটি শোনার পর থেকে তাঁর হৃদয় বেদনায় জর্জরিত হয়ে রয়েছে।

Advertisement

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সমস্তটা খতিয়ে দেখছে তাঁর মন্ত্রক।

[আরও পড়ুন: বোরখা পরেই দিল্লির মন্দিরে জীবানুনাশের কাজ তরুণীর! সাহায্যের হাত পুরোহিতদের]

ঔরঙ্গাবাদের দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 

দুর্ঘটনায় শোকপ্রকাশের মাঝেও রাজনীতির খোঁচা দিতে ছাড়েননি মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

এরই মাঝে নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।  

[আরও পড়ুন: ‘কোনও পরিযায়ী শ্রমিক যেন পায়ে হেঁটে না ফেরেন’, আধিকারিকদের কড়া নির্দেশ যোগীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement