সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যাকর্ষণ আবিষ্কারের কৃতিত্ব আইনস্টাইনকে দিয়ে বিতর্কের মুখে পড়েছেন কেন্দ্রীয় বাণিজ্য তথা রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তাঁকে নিয়ে একের পর এক ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় মন্ত্রী নিজেই সরব হলেন। শুক্রবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এসে নিজের ভুল স্বীকার করে বললেন, ‘মুখ ফসকে ভুল করেছি। আমরা সবাই ভুল করি। এমনকী, আইনস্টাইনও একবার বলেছিলেন, যে ভুল করে না, সে কোনওদিন নতুন কিছু করেনি। আমি তাঁদের মধ্যে পড়ি না যাঁরা ভুল করতে ভয় পান।’
এদিন তিনি আরও বলেন, “যখনই নিজের ভুল বুঝতে পেরেছি তখনই আমি কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছি তাঁর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভুলটাই বেশি আলোচিত হয়েছে। তারপর আমি ভাবলাম, প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করব। সেটাই করলাম।” ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসের নতুন যাত্রা শুরুর অনুষ্ঠানে এই মন্তব্য করেন রেলমন্ত্রী। পীযুষের মতে, তাঁর ভুল ধরতে মানুষ এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, যে আসল বার্তাটাই কারও কাছে পৌঁছয়নি।
বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, অর্থনীতির উন্নয়নের জন্য টেলিভিশনে যে হিসেব-নিকেশ দেখানো হয়, তার দিকে নজর দেবেন না। আইনস্টাইন হিসেব করে মাধ্যাকর্ষণের আবিষ্কার করেননি। এর পরেই বিতর্কের ঝড় ওঠে। নেটিজেনরা প্রশ্ন তোলেন, তাহলে আপেক্ষিকতার আবিষ্কার করেছিলেন কে। এই প্রসঙ্গে পীযুষ গোয়েল বলেন, “আমি নিউটনের বদলে আইনস্টাইনের নাম বলেছি। আর আইনস্টাইনই বলেছিলেন, যে মানুষ কোনও ভুল করছে না, অর্থাৎ সে নতুন কোনও কাজের চেষ্টাই করছে না।” রেলমন্ত্রী এদিন নিজের ভুলকে মুখ ফসকে বলে ফেলা কথা হিসেবে দাবি করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.