Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

‘প্রভুর নির্দেশ ছাড়া কুকুর কিছু করে না’, নাম না করে নিশিকান্তকে তোপ মহুয়ার!

'মূর্খ অত্যাচারি শাসকের শাসনে এটাই দেশের সবচেয়ে খারাপ সময়', তোপ মহুয়ার।

Pitbull does nothing without its master’s command, is Mahua Moitra attack Nishikant dube
Published by: Amit Kumar Das
  • Posted:April 20, 2025 9:21 pm
  • Updated:April 20, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করে এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ‘কুকুর’ বলে আক্রমণ মহুয়া মৈত্রের! রবিবার এক্স হ্যান্ডেলে মহুয়া লিখলেন, ‘প্রভুর নির্দেশ ছাড়া পিটবুল (বিশেষ প্রজাতির কুকুর) কিছু করে না’। সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির উদ্দেশে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিতর্কিত মন্তব্যের মাঝেই মহুয়ার এই আক্রমণ তাঁকে উদ্দেশ্য করেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টকে নিশানা করে বলেন, ‘যদি আইন তৈরি করা সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন।’ গোড্ডার বিজেপি সাংসদ প্রশ্ন তোলেন, “আপনাদের নিয়োগ করেছেন যাঁরা, আপনারা তাঁদের কী ভাবে নির্দেশ দিতে পারেন? আপনারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান।” শীর্ষ আদালতকে নিশানায় নিয়ে নিশিকান্ত আরও বলেন, ‘এই দেশে গৃহযুদ্ধ বাঁধলে জন্য দায়ী থাকবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।’ তাঁর এহেন বক্তব্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। নিশিকান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের কাছে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছে বিরোধী শিবির।

Advertisement

এহেন ডামাডোলের মাঝেই কারও নাম না করে রবিবার এক্স হ্যান্ডেলে বার্তা দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘মনে রাখবেন, প্রভুর নির্দেশ ছাড়া পিটবুল কিছু করে না। বিচারব্যবস্থার উপর বিজেপির এই প্রচ্ছন্ন ছায়াযুদ্ধ গোটা দেশ দেখছে। শীর্ষ আদালতের বেঞ্চকে অপমান করার এক নির্লজ্জ চেষ্টা চলছে। মূর্খ অত্যাচারি শাসকের শাসনে এটাই দেশের সবচেয়ে খারাপ সময়।’

তবে শুধু মহুয়া নন, শীর্ষ আদালত ও প্রধান বিচারপতিকে কুমন্তব্যের ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবিরের নেতারা। কংগ্রেসের মানিকম ঠাকুর বলেন, “সুপ্রিম কোর্টের উদ্দেশে এই ধরনের মন্তব্য অবমাননাকর। আশা করব বিচারপতিরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন।” আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “আপনারা টিউবলাইট। যে ১৪২ ধারা বিআর আম্বেদকরের আনা। তিনি আপনাদের থেকে অনেক দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওয়েইসির বক্তব্য, “আপনার লোকজন এতটাই অসহিষ্ণু যে এঁরা সুপ্রিম কোর্টকেও আক্রমণ করছে। এদের না আটকালে দেশ দুর্বল হবে। দেশবাসী আপনাকে ক্ষমা করবে না।”

উল্লেখ্য, মহুয়ার সঙ্গে নিশিকান্তের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগে মহুয়ার বিরুদ্ধে সাংসদদের পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ তুলেছিলেন এই নিশিকান্ত। যার জল গড়ায় আদালতেও। সেই ঘটনায় জেরে ২০২৩ সালে সাংসদ পদও হারাতে হয়েছিল মহুয়া মৈত্রকে। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের সাংসদ হন মহুয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub