Advertisement
Advertisement

সুরক্ষার তাগিদ, দূরপাল্লার ট্রেনে গোলাপি হচ্ছে মহিলা কামরা

যাত্রী সুরক্ষা বজায় থাকবে?

Pink in the middle, railways new plans for ladies-only coaches
Published by: Suparna Majumder
  • Posted:July 31, 2018 10:54 am
  • Updated:July 31, 2018 10:54 am  

সুব্রত বিশ্বাস: মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার গোলাপ রঙের সাহায্য নিচ্ছে রেল। দূরপাল্লার ট্রেনগুলিতে নির্ধারিত এই কামরাকে আলাদা করে চেনার কোনও উপায় নেই। তাই মহিলা বগিতেই চড়ে বসেন পুরুষরা। বিশেষত প্রত্যন্ত প্রান্তরের পুরুষরা। এই অবস্থায় বেশ অসুবিধায় পড়তে হয় মহিলা যাত্রীদের। পাশাপাশি সুরক্ষা বিঘ্নিতের মতো ঘটনা ঘটে প্রায়ই। এই অসুবিধার অবসানে এবার নয়া পদক্ষেপ রেলের। মহিলা কামরাকে আলাদা করে চেনার জন্য নির্ধারিত কামরার জানালাগুলি গোলাপি রঙের করে দেওয়া হচ্ছে। পাইলট প্রোজেক্ট হিসাবে আপাতত বেছে নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলকে। তিনটি ডিভিশনে ট্রেনগুলির মহিলা কামরাকে করা হবে ‘পিঙ্ক’। বিলাসপুর ডিভিশনের চারটি ট্রেনের আঠারোটি কোচকে রাঙিয়ে তোলার কাজ শুরু করেছে ওই ডিভিশন।

[সুপ্রিম রায় নিয়ে মাথাব্যথা নেই, ফের রাম মন্দির গড়ার হুঁশিয়ারি বিজেপি সাংসদের]

Advertisement

দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের অমরকন্টক এক্সপ্রেস দেশের মধ্যে সর্ব প্রথম ট্রেন যেটির মহিলা কামারার জানালার ধারগুলি ইতিমধ্যে ‘পিঙ্ক’ করা হয়েছে। ওই রেলের শিবানাথ এক্সপ্রেসের দু’টি রেক, ছত্তিশগড় এক্সপ্রেসের পাঁচটি রেকের, বিলাসপুর-ভোপাল এক্সপ্রেসের পাঁচটি রেক ও বিলাসপুর-চিরমিরি এক্সপ্রেসের দু’টি রেকের মহিলা কোচের জানালা ‘পিঙ্ক’ করা হচ্ছে।

দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষায় নতুন এই ব্যবস্থা ফলদায়ক হবে বলে মনে করেছে রেল। সুফল পেলে দেশজুড়ে এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গিয়েছে। হাওড়া, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ ডিভিশনগুলিতে এই ব্যবস্থা কার্যকর হলে বিশেষ উপকার হবে বলে মনে করেছেন পুরুষ যাত্রীরা। তাঁদের মত, ভুল করে উঠে জরিমানার সামনে পড়তে হয়। গোলাপি রঙের মাধ্যমে কোচ আলাদা নির্ধারিত হলে সেই ঝামেলা এড়ানো সম্ভব হবে বলে তাঁরা মনে করেছেন। লোকাল ট্রেনের সামনে ও পিছনে দু’টি মহিলা কোচ থাকে। দু’টি কোচেই আড়াআড়ি রঙের বার দিয়ে সাধারণ কোচ থেকে আলাদা করায় যাত্রীরা তা সহজেই চিনতে পারেন। এবার দূরপাল্লায় এই আলাদা রঙের বিনিময়ও জানিয়ে দেবে বিধি নিষেধ।

[সংরক্ষণের দাবিতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মারাঠি যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement