সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে সংসদে দাঁড়িয়ে তাঁকে বিঁধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকালে খানিকটা মৃদুস্বরে হলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর বক্তব্য, এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়। কেন্দ্রের এভাবে দায় ঠেলার চেষ্টা করা উচিত নয়।
ওয়ানড়ের বিপর্যয় (Kerala landslides) নিয়ে এদিন সকালে কেরল সরকারকে রীতিমতো কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, আগে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কেরল সরকার দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যায়নি। অমিত শাহর বক্তব্য, “গত ২৩ জুলাই অর্থাৎ দুর্ঘটনার এক সপ্তাহ আগে কেরল সরকারকে সতর্ক করেছিল কেন্দ্র। তার পর ২৪ এবং ২৫ জুলাই আরও দুটি সতর্কবার্তা দেওয়া হয়। গত ২৬ জুলাই আরও একবার প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কেরল সরকার কোনও মানুষকেই নিরাপদে সরিয়ে নিয়ে যায়নি। যদি নাগরিকদের নিরাপদে সরানো হত, তাহলে এত মানুষের প্রাণ যেত না।”
কয়েক ঘণ্টা বাদেই শাহের এই অভিযোগের জবাব দিলেন বিজয়ন (Pinarayi Vijayan)। কেরলের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ানড়ে ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্র আগাম কোনও সতর্কবার্তা পাঠায়নি। শুধু ওয়ানড় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সংক্রান্ত কমলা সতর্কতা জারি করা হয়েছিল। বাস্তবে সেই সতর্কতার চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার ভোরে ভূমিধসের পরে অবশ্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছিল।”
কেরলের মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এখন দোষারোপের সময় নয়।” কেন্দ্র দায় ঠেলাঠেলির চেষ্টা করছে। তাঁর বক্তব্য, আমাদের নজর রাখতে হবে আবহাওয়ার পরিবর্তনের দিকেও। আবহাওয়া যে বদলাচ্ছে সেটা কেন্দ্রেরও বোঝা উচিত। আগে যে পরিমাণ বৃষ্টিপাত হত, এখন তার চেয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। দোষারোপ করে আসলে দায় ঠেলার চেষ্টা করছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.