Advertisement
Advertisement

‘সবরীমালাকে অযোধ্যা হতে দেব না’, আরএসএস-বিজেপিকে হুঁশিয়ারি বিজয়নের

কেরল সরকারকে পালটা আক্রমণ অমিত শাহর৷

Pinarayi Vijayan slammed BJP and RSS
Published by: Tanujit Das
  • Posted:November 20, 2018 3:45 pm
  • Updated:November 20, 2018 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা ইস্যুতে আরএসএস-সহ বিজেপি শিবিরকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন পিনারাই বিজয়ন৷ কেরলের মুখ্যমন্ত্রী জানালেন, সবরীমালা ইস্যুকে কোনও ভাবেই তিনি অযোধ্যা বিতর্কে মোড় নিতে দেবেন না৷ কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করলেন, “বিজেপির নেতা মন্ত্রীরা সবরীমালা ইস্যুকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছেন৷ কিন্তু সবরীমালা বিতর্ককে কেউ উসকে দেওয়ার চেষ্টা করলে, কেরল সরকার তা কোনও ভাবেই বরদাস্ত করবে না৷” পাশাপাশি, এই একই ইস্যুতে কেরলের বাম সরকারকে কার্যত তুলোধোনা করেছেন অমিত শাহ৷ সংবেদনশীল এই ইস্যুকে যেমন ভাবে সামাল দিচ্ছে বিজয়ন সরকার, টুইট বার্তায় সেই কৌশলের বিরুদ্ধেই সরব হন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

[কেন্দ্র-আরবিআই দ্বন্দ্বে ‘ইতি’ পড়লেও নিম্নমুখী শেয়ার বাজার]

Advertisement

কেরল সরকারকে আক্রমণ করে মঙ্গলবার পরপর তিনটি টুইট করেন অমিত শাহ৷ টুইটে তিনি লেখেন, “সবরীমালার মতো একটি সংবেদনশীল বিষয়কে পিনারাই বিজয়ন সরকার যেভাবে সামাল দিচ্ছে তা অত্যন্ত হাতাশার৷ মা-বোনদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে কেরল পুলিশ৷ তাদের তীর্থযাত্রাকে কষ্টসাধ্য করে তোলা হচ্ছে৷ প্রয়োজনীয় খাবার জল, থাকার জায়গা ও বাথরুম দেওয়া হচ্ছে না৷” কেরলের মুখ্যমন্ত্রী ভাষাতেই তাঁকে পালটা হুঁশিয়ারি দেন শাহ৷ তিনি আরও জানান, সর্বদা আয়াপ্পা ভক্তদের পাশে রয়েছে বিজেপি এবং গ্রেপ্তারির ভয়ে দেখিয়ে সবরীমালা ইস্যুকে ধামাচাপা দেওয়া যাবে না৷ কেবল বিজেপি নয় সবরীমালা নিয়ে কেরল সরকারের বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেসও৷ গতকাল, মঙ্গলবার মন্দির পর্যন্ত মিছিল করেছে কংগ্রেস৷ ১৪৪ ধারা জারি থাকায় মন্দির কাছে যেতে দেওয়া হয়নি তাঁদের৷ আগেই পুলিশ আটকে দেয় কংগ্রেসের মিছিল৷

[ফাঁস গোপন নথি, সুপ্রিম রোষে পিছোল সিবিআই মামলা]

সবরীমালা ইস্যুতে সোমবারই বিজয়ন সরকারকে ভর্ৎসনা করেছে কেরল হাই কোর্ট৷ পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটির নিরাপত্তায়, যে বিপুল পরিমাণ পুলিশ নিয়োগ করা হয়েছে তা দেখে হতাশা প্রকাশ করেছেন বিচারপতি৷ এরপরেই কেরল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-বিজেপি-সহ অন্যান্যরা৷ সবরীমালা মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কেরল৷ প্রচলিত প্রথা অনুযায়ী, আয়াপ্পা স্বামীর মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ৷ কিন্তু শীর্ষ আদালত সেই প্রথাকে খারিজ করে দেয় এবং সব বয়সের মহিলাদের ওই মন্দিরে প্রবেশাধিকার দেয়৷ এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ বনধ, সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement