Advertisement
Advertisement

Breaking News

CAA

কংগ্রেস কেন CAA নিয়ে নীরব? প্রশ্ন তুলে ইন্ডিয়ার অস্বস্তি বাড়ালেন বিজয়ন

কেরলের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেরলে সিএএ লাগু হতে দেবেন না তাঁরা।

Pinarayi Vijayan asked why Congress not spoken up on CAA। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:March 14, 2024 8:40 pm
  • Updated:March 14, 2024 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha 2024) আগেই চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। তার পর থেকেই চর্চায় রয়েছে এই আইন। এই পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন খোঁচা দিলেন কংগ্রেস তথা রাহুলকে। কেন এখনও সিএএ (CAA) নিয়ে নীরব রাহুল (Rahul Gandhi) তথা কংগ্রেস নেতৃত্ব, সেপ্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে বামেরাও।

বৃহস্পতিবার পিনারাই বিজয়ন জানিয়ে দিয়েছেন, কেরলে (Kerala) সিএএ লাগু হতে দেবেন না তাঁরা। কোনওভাবেই মাথা নত করবেন না তাঁরা। আর সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, কেন কংগ্রেস এই ইস্যুতে নীরব। আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রাজ্যগুলির কাছে কোনওভাবেই সুযোগ থাকছে না এই আইন বলবৎ করা বা করা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। শাহ বলেন, “সিএএ প্রত্যাহারের কোনও সুযোগই নেই। আসলে তোষণের রাজনীতি করছে দলগুলো। ওরা নিজেও জানে যে সিএএ বলবৎ না করার অধিকার নেই ওদের হাতে। এটা পুরোটাই কেন্দ্রীয় ইস্যু। সংবিধানের ১১ নং ধারা অনুযায়ী, নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত আইন তৈরির অধিকার রয়েছে কেন্দ্রের হাতেই। এই ক্ষেত্রে রাজ্যের কোনও এক্তিয়ার নেই। কিন্তু তোষণের রাজনীতি করতে ভুল তথ্য ছড়াচ্ছে তারা।”

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]

২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন আনে কেন্দ্রের মোদি সরকার। উদ্দেশ্য, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। তবে করোনার জেরে তা বলবৎ করা যায়নি প্রায় ৪ বছর। লোকসভা ভোটের আবহে গত সোমবার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিএএ চালু করে স্বরাষ্ট্রমন্ত্রক।

[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement