সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরের দুর্ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নজদারিতে দুর্ঘটনার তদন্তে দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেলের প্রতিটি ট্রেনে ‘কবচ’ বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে শীর্ষ আদালতে।
ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে নজিরবিহীনভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি ট্রেন। যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮। আহত ৭৪৭। তাঁদের মধ্যে সংকটজনক অন্তত ৫৬ জন। ওড়িশার বিভিন্ন মর্গে অন্তত ১২২টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে। দুর্ঘটনার কারণ নিয়েও চাপানউতোর চলছে। এরমধ্য়েই দুর্ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্টে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের দ্বারা তদন্তের দাবি করেছেন মামলকারী। পাশাপাশি. প্রতিটি ট্রেনে স্বয়ংস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা তথা ‘কবচ’ বাধ্যতামূলক করতে সুপ্রিম নির্দেশের আরজিও জানানো হয়েছে। তবে কবে শুনানি তা এখনওস্পষ্ট নয়।
A PIL has been filed in the Supreme Court seeking a probe into the Balasore train accident by an expert panel headed by a retired judge of the Supreme Court.
PIL also seeks guidelines/directions for the implementation of the Automatic Train Protection (ATP) System called KAVACH… pic.twitter.com/ciu9a0jURN
— ANI (@ANI) June 4, 2023
মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। একই জায়গায় তিনটি ট্রেন। দুর্ঘটনায় ছিন্নভিন্ন দুটি ট্রেন। কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটল কী করে? গত দু’দিন ধরে এই প্রশ্নের স্পষ্ট জবাব কেউ দিতে পারেননি। অবশেষে দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaisnaw)। রেলমন্ত্রী জানান,”রেলওয়ে সুরক্ষা কমিশন (Railway Safty Commission) এ নিয়ে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসুক। কিন্তু আমরা দুর্ঘটনার কারণ আর কারা এর জন্য দায়ী জানতে পেরেছি।” রেলমন্ত্রী বলেন,”এটা ঘটেছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য। আপাতত লাইন সারাইটাই আমাদের ফোকাস।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.