Advertisement
Advertisement

Breaking News

UP

জামিনে ছাড়া পেয়েই নির্যাতিতাকে কুপিয়ে মারল ধর্ষণে অভিযুক্ত! ‘অরাজক’ যোগীরাজ্য

তরুণী ধর্ষণের মামলা না তোলায় খুন, বলছে পরিবার।

Physically assaulted Teen Hacked To Death By Accused In UP | Sangbad Pratdin
Published by: Kishore Ghosh
  • Posted:November 21, 2023 12:16 pm
  • Updated:November 21, 2023 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিনে ছাড়া পেয়েই নির্যাতিতাকে প্রকাশ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ধর্ষণে অভিযুক্ত যুবক! যোগীরাজ্যের এই ভয়ংকর হত্যাকাণ্ডে সঙ্গী ধর্ষকের ভাই। মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী জেলার এই ঘটনায় গোটা গ্রাম আতঙ্কিত। পলাতক দুই অভিযুক্ত। রাজ্যের ‘অরাজক’ পরিস্থিতি তথা আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরোধীরা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ১৯ বছরের তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন। নাবালিকাকে ধর্ষণের মামলায় জেলবন্দি ছিল অভিযুক্ত পবন নিষাদ নামের যুবক। কিছুদিন আগেই জামিনে ছাড়া পায় সে। অভিযুক্ত হওয়ার পর থেকেই যাবতীয় মামলা তুলে নিতে নির্যাতিতা ও তাঁর পরিবারের উপর চাপ দিচ্ছিল পবন। সম্প্রতি জামিনে ছাড়া পাওয়ার পর তরুণীর বাড়িতে গিয়েও হুমকি দিয়েছিল। যদিও কোনও কথাই শোনেননি নির্যাতিতা। সেই কারণেই চরম ‘শাস্তি’ পেতে হল তাঁকে। এইসঙ্গে প্রকাশ্যে এল যোগীরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঢিলে অবস্থা।

Advertisement

 

[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের ‘বাধা’, কাউন্সেলিং বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ]

মঙ্গলবার সকালে প্রকাশ্যে তরুণীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে পবন এবং তাঁর ভাই অশোক নিষাদ। পুলিশ জানিয়েছে, অন্য একটি মামলায় খুনে অভিযুক্ত অশোক। সেও বর্তমানে জামিনে মুক্ত ছিল। এর পরেই এদিনের হত্যাকাণ্ড। পৈশাচিক খুনের পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। কৌশাম্বীর পুলিশকর্তা ব্রীজেশ শ্রীবাস্তব বলেন, “পুরনো শত্রুতার জেরে হত্যা। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে তরুণীকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।”

 

[আরও পড়ুন: খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া দিল্লি, ‘জঙ্গি’ পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের NIA-এর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement