Advertisement
Advertisement

Breaking News

Shantanu Sen

রাজঘাটে ফোন চুরি শান্তনু ও শতাব্দীর!

ফেসবুকে নিজেই বিষয়টি জানালেন সাংসদ।

Phone of TMC MP Shantanu Sen stolen during protest at Delhi | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 2, 2023 4:09 pm
  • Updated:October 2, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজঘাটের কর্মসূচি থেকে ফোন চুরি! খোয়া গেল সাংসদ শান্তনু সেনের মোবাইল। নিজেই ফেসবুকে বিষয়টি জানালেন সাংসদ। ফোন চুরি হয়েছে সাংসদ শতাব্দী রায়েরও। যা নিয়ে স্বাভাবিকভাবেই ট্রোল করতে শুরু করেছে বিরোধীরা।

বিষয়টা ঠিক কী? ২ অক্টোবর অর্থাৎ আজ দিল্লিতে দিনভর কর্মসূচি রয়েছে তৃণমূলের। নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনামাফিক এদিন দুপুরে রাজঘাটে কর্মসূচি ছিল তৃণমূলের। প্রথমে গান্ধীমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। এরপর রাজঘাটে ধরণায় বসেন। সঙ্গে ছিলেন বিধায়ক ও সাংসদরা। মাঝপথে পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ ওঠাতে বাধ্য হয় তৃণমূল। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। যদিও পুলিশি বাধায় ভণ্ডুল হয় সাংবাদিক বৈঠকও।

Advertisement

[আরও পড়ুন: গুগল ম্যাপ অনুসরণ করে বিপত্তি! বানভাসি কেরলে নদীতে ডুবল গাড়ি, মৃত্যু ২ চিকিৎসকের]

এদিন রাজঘাটের কর্মসূচিতে অভিষেকের পাশেই দেখা দিয়েছে শান্তনু সেন। কর্মসূচির মাঝেই ফেসবুকে ফোন চুরির ঘটনা জানিয়েছেন সাংসদ। দেখেন, “My Samsung Galaxy Z fold phone has just been pickpocketed at Rajghat, Delhi, No of that phone is 8240716350.” এদিকে আইফোন চুরি গিয়েছে শতাব্দী রায়ের। তৃণমূলের কর্মসূচির মাঝে সাংসদের ফোন চুরি নিয়ে ব্যাঙ্গ করতে ছাড়েননি নেটিজেন থেকে বিরোধী কেউই। কেউ লিখেছেন, “TMC-র মিটিংয়ে এটুকু চুরি মেনে নিয়েই চলতে হয়!! আপনার এতো দামী ফোন নেওয়ার আগে ভাবা উচিত ছিল।” কেউ লিখেছেন, “আপনারটাও ওরা ছাড়লো না? ভারি অন্যায়।”

[আরও পড়ুন: ‘বাংলার জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ’, দিল্লিতে তৃণমূলের ‘বঞ্চনা’র পালটা গিরিরাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement