Advertisement
Advertisement
Nirmala Sitharaman

এবার কি জ্বালানি তেলে জিএসটি? বণিকসভায় ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা

পেট্রল, ডিজেলের দাম নিয়ে দুর্ভোগ কমবে আমজনতার?

Petroleum products ot soon be under GST? What says FM Nirmala Sitharaman | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 16, 2023 11:16 am
  • Updated:February 16, 2023 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি জ্বালানি তেলে জিএসটি (GST) বসতে চলেছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) সাম্প্রতিক মন্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। অর্থমন্ত্রীর বক্তব্য, রাজ্যগুলি রাজি হলে পেট্রল ডিজেল-সহ জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জিএসটি বসানোর বিষয়ে বিবেচনা করতে পারে মোদি সরকার। এর জন্য জিএসটি পরিষদের ছাড়পত্রের প্রয়োজন। তবে পেট্রোপণ্যের উপরে কত শতাংশ জিএসটি বসতে পারে, সে সম্পর্কে এখনও জানা যায়নি। 

বণিকসভা পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (PHDCCI) বাজেট-পরবর্তী আলোচনাসভায় নির্মলা বলেন, ‘‘জিএসটি পরিষদের ছাড়পত্র পেলেই পেট্রলজাত পণ্যে জিএসটি চালু হতে পারে। রাজ্যগুলি যদি রাজি হয়, তবে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনা হবে। এই নিয়ে আলোচনা চলছে।’’ উল্লেখ্য, আগামী শনিবার ১৮ ফেব্রুয়ারি থেকে নির্মলার নেতৃত্বে জিএসটি পরিষদের ৪৯তম বৈঠক। তার আগে অর্থমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ’ কোন রাজ্যে? অসমের বিজ্ঞাপনে বিতর্ক, ধুন্ধুমার বিজেপি শাসিত দুই রাজ্যে]

উল্লেখ্য, মাঝে কেরল হাই কোর্ট জ্বালানি তেলে জিএসটি বসানোর বিষয়ে ভেবে দেখতে বলেছিল কেন্দ্রকে। যদিও এখনও পর্যন্ত জিএসটির আওতার বাইরে রয়েছে পেট্রল, ডিজেলের মতো জ্বালানি। এই অবস্থায় গত কয়েক বছরে বারবার বেড়ে আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম। অর্থনীতিবিদদের একাংশের মতে, জ্বালানি তেলে জিএসটি চালু হলে আমজনতার দুর্ভোগ কমতে পারে। এর ফলে নিয়ন্ত্রণে থাকবে পেট্রল, ডিজেলের দাম। যদিও তাতে কর ভাগাভাগি কেমন হবে তা স্পষ্ট নয়। যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে কেন্দ্র-রাজ্যে।

[আরও পড়ুন: বরফঢাকা গুলমার্গে স্কি করতে ব্যস্ত রাহুল গান্ধী, তুললেন সেলফিও, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement