Advertisement
Advertisement

Breaking News

Nitin Gadkari

মাত্র ১৫ টাকা লিটার মূল্যে মিলবে পেট্রল! কেন্দ্রীয় মন্ত্রী গড়করির দাবিতে চাঞ্চল্য

কীভাবে কমবে পেট্রলের দাম?

Petrol will be available at Rs 15 if..., says Nitin Gadkari | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2023 3:13 pm
  • Updated:July 5, 2023 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল মিলতে পারে মাত্র ১৫ টাকা লিটার মূল্যে। জলের দরে মিলতে পারে ডিজেলও। আর কেউ নন, একথা বলছেন খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। পেট্রল-ডিজেল কিনতে গিয়ে যখন নাভিশ্বাস উঠছে তখন কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আমজনতা।

ঠিক কী বলেছেন নীতীন গড়করি? রাজস্থানের এক জনসভা থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী বলেছেন,”শুধুমাত্র খাদ্য উৎপাদন করে থেমে গেলেই চলবে না কৃষকদের। শক্তি উৎপাদন করতে হবে। কৃষকরা আর শুধু অন্নদাতা নন, তাঁরা শক্তিদাতাও।” পেট্রলের (Petrol) দাম কমানোর নয়া ফর্মুলাও দিয়েছেন গড়করি। তিনি বলছেন,”গড়ে ৬০ শতাংশ ইথানল, এবং ৪০ শতাংশ ইলেকট্রিক যদি জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়, তাহলে পেট্রলের দাম ১৫ টাকা লিটারে নেমে আসবে। মানুষের উপকার হবে।”

[আরও পড়ুন: জর্জ ফ্লয়েড স্মৃতি ফিরল আমেরিকায়, ‘ক্যানসার আক্রান্ত’ মহিলাকে মাটিতে ফেলে নিগ্রহ পুলিশের!]

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী বলছেন, “প্রতি বছর ১৬ লক্ষ কোটি টাকার শুধু পেট্রপণ্য আমদানি করতে হয়। ইথানল এবং বিদ্যুৎকে জ্বালানি হিসাবে ব্যবহার করলে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই টাকায় সাধারণ মানুষের উপকার হবে। কৃষকদের ঘরে সেই টাকা ঢুকবে।” গড়করির মতে এভাবে শুধু পণ্যের দাম নিয়ন্ত্রণ নয়, এর ফলে পরিবেশ দূষণও আটকানো যাবে।

[আরও পড়ুন: মশাই হবে মারণ অস্ত্র, ভয়ংকর মহামারীতে রাশিয়া ধ্বংসের ছক আমেরিকার!]

প্রসঙ্গত, বর্তমানে ৯০ শতাংশ পেট্রলের সঙ্গে ১০ শতাংশ ইথানল (Ethanol) মিশিয়ে সেই মিশ্রণকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই ইথানল বের করা হয় আখ ও উদ্বৃত্ত খাদ্যশস্য থেকে। তেল আমদানি নির্ভরতা কমাতে এবং কৃষকদের আয়ের একটি অতিরিক্ত উৎস প্রদানের লক্ষ্যেই এমনটা করা হয়। গড়করি বলছেন, আগামী দিনে ১০০ শতাংশ ইথানলে চলার মতো গাড়ি তৈরি হবে। আর সেটা বাজার চলতি হয়ে গেলেই পেট্রপণ্যের দাম তলানিতে নেমে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement