Advertisement
Advertisement

১৫ নভেম্বর দেশ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘট!

পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমান কমিশন না বাড়ানোর জন্যই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিআইপিডি’র পক্ষ থেকে৷

Petrol pumps may observe nationwide strike on November 15
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 8:25 pm
  • Updated:November 4, 2016 8:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আগামী ১৫ নভেম্বর পেট্রোলিয়াম ডিলাররা ধর্মঘট ডেকেছেন৷ আর তারই জেরে একদিন দেশের সব পেট্রোল  পাম্প বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷ দেশের পেট্রোলিয়াম ডিলাররা গত দু’দিন ধরে কোনও তেল ক্রয় করেনি বলে জানা গিয়েছে৷ আর এর জেরেই কমে যেতে পারে পেট্রোলের জোগান৷

কনসরটিয়াম অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলারসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে কিছু সময়ের জন্য পেট্রোল পাম্পগুলি থেকে পেট্রোল দেওয়া হবে৷ কিন্তু রবিবার বা আরও সরকারি ছুটির দিনগুলিতে পেট্রোল বিক্রি বন্ধ থাকবে৷ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমান কমিশন না বাড়ানোর জন্যই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিআইপিডি’র পক্ষ থেকে৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু আগে সংস্থার কমিশন ছিল যথাক্রমে ৪ টাকা এবং ৩ টাকা৷ ইউপিএ আমলে সেই কমিশন লিটার পিছু ২.১৫ এবং ১.২৮ টাকা বাড়ানো হয়েছিল৷

Advertisement

আর কমিশন না বাড়ার ফলেই সমস্যার মুখোমুখি হচ্ছে সংস্থা৷ আর সমস্যার সমাধান খুঁজতেই ধর্মঘটের সিদ্ধান্ত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement