Advertisement
Advertisement

অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় সেঞ্চুরি হাঁকাল পেট্রল

দিল্লিতেও পেট্রলের দাম ছাড়াল একশোর গণ্ডি।

Petrol price in Kolkata crosses Rs 100 mark | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 7, 2021 8:22 am
  • Updated:July 17, 2021 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ঘড়ির কাঁটা ১২টা পেরতেই কলকাতায় সেঞ্চুরি হাঁকাল পেট্রলের মূল্য। বাড়ল ডিজেলের দামও। রাজধানী দিল্লিতেও একই দিনে পেট্রলের দাম ছাড়াল ১০০-র গণ্ডি।

কলকাতায় আজ এক লিটার পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ২৩ পয়সায়। অন্যদিকে ২৩ পয়সা বাড়ল ডিজেল। এক লিটার ডিজেল কিনতে শহরবাসীর খরচ ৯২.৫০ টাকা। প্রায় দু’বছর ধরে করোনা ভাইরাসের (Corona virus) দাপটে কাবু দেশ। অতিমারীর প্রভাবে কর্মহারা বহু মানুষ। তার ফলে পেটে টান পড়ার জোগাড়। তারই মাঝে উত্তরোত্তর জ্বালানির মূল্যবৃদ্ধিতে দিশেহারা আমজনতা। তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খুচরো বাজারেও। বিভিন্ন পণ্য কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগছে গৃহস্থের। ইতিমধ্যেই জ্বালানি মূল্য কমানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ ও ১১ জুলাই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনেও নামবে তৃণমূল বলে জানিয়ে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: JEE Mains 2021: ঘোষিত পরের দু’দফা পরীক্ষার দিনক্ষণ]

তবে শুধুই কলকাতা নয়। দেশের একাধিক শহরের ছবিটা একইরকম। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ওড়িশা ও বিহার অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রলের দাম। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগেই পেট্রল সেঞ্চুরি হাঁকানোয় তালিকায় ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গও। এবার কলকাতাতেও ১০০ টাকার ঊর্ধ্বে চলে গেল পেট্রলের দাম। 

এদিকে দিল্লিতে লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হল ১০০.২১ টাকা। এক লিটার ডিজেলে খরচ ৮৯.৫৩ টাকা। জ্বালানির মূল্যবৃদ্ধিতে আমজনতার নাজেহালের কথা স্বীকার করে নিলেও পালটা যুক্তিও জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর কথায়, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ঠিকই। তবে করোনা ভ্যাকসিনের জন্য এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘আশা করি ঈশ্বর আগামী বছর রথযাত্রার অনুমতি দেবেন’, পুরীর রথ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement