সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রপণ্যের দাম বাড়ার ইঙ্গিত আগেই ছিল৷ সেইমতো বেশ ভালই বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ছে ২.২১ টাকা৷ ডিজেলের দাম বাড়ছে ১.৭৯ টাকা৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল পিছু ৫৫ ডলার হওয়ায় ভারতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল৷ বিভিন্ন সংস্থাগুলি বৃহস্পতিবার এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে৷ ‘অর্গানাইজেশন অফ পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি’জ প্রতি দিন অপরিশোধিত তেলের বরাদ্দ কমিয়ে ১.২ মিলিয়ন ব্যারেল করেছে৷ ২০০৮ সালের পর এই প্রথম তেলের বরাদ্দ কমানো হল রেকর্ড পরিমাণে৷ এর জেরে আগামী ৩-৪ মাসের মধ্যে এ দেশে পেট্রলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ অনেকে অনুমান করেছিলেন, লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা করে বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷ অতটা না হলেও যথেষ্ট বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷
প্রতি মাসে সাধারণত দু’বার করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতেও পেট্রল-ডিজেলের দাম ওঠানামা করে৷ প্রতি মাসের ১৫ ও ৩০-৩১ তারিখ তেলের দামের পুনর্মূল্যায়ণ হয়৷ সেইমতো এই বর্ধিত দাম ঘোষণা করা হল৷ শুক্রবার মধ্যরাত থেকেই লাগু হচ্ছে এই দাম৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.