ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে একদিনের বিরতি। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। এই নিয়ে ৪ মে-র পর ১৬ বার জ্বালানির দাম বাড়ল। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে আরও চিন্তায় মধ্যবিত্ত।
ভোটের ফলপ্রকাশের পর থেকেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে। মাঝখানে এক-দু’দিনের বিরতি থাকলেও প্রায় নিয়মিত বাড়ছে জ্বালানি তেলের দাম। এদিন দেশের তৈলসংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার লিটার পিছু পেট্রলের দাম বেড়েছে ২৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। এর ফলে দেশের চার মহানগর-সহ সমস্ত শহরেই দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। চার মহানগরের মধ্যে সবচেয়ে উপরে অবশ্য দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ের নাম রয়েছে। গত ২৯ মে সেখানে ১০০ টাকা ছুঁয়েছিল পেট্রলের দাম। সোমবার সেই দাম পৌঁছে গেল লিটারে ১০০.৪৭ টাকায়। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ৪৫ পয়সা।
অন্যদিকে, রাজধানী দিল্লিতেও ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রলের দাম। সেখানে এক লিটার পেট্রল কিনতে হলে গুনতে হবে ৯৪.২৩ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৫.১৫ টাকা। একই ছবি তিলোত্তমারও। এখানে লিটার পিছু পেট্রলের দাম ৯৪.২৫ পয়সা। অন্যদিকে, এক লিটার ডিজেলের দাম ৮৭.৭৪ পয়সা। এছাড়া চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরেও পেট্রল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থানের একাধিক শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি করে পেট্রল-ডিজেলের দাম। এর মধ্যে রয়েছে ভোপাল, জয়পুর, শ্রীগঙ্গানগর, হনুমানগড়, বিকানের, চুরুর মতো শহরও।
Price of petrol & diesel in #Delhi at Rs 94.23 per litre and Rs 85.15 respectively.
Petrol & diesel prices per litre – Rs 100.47 & Rs 92.45 in #Mumbai, Rs 102.34 & Rs 93.37 in #Bhopal and Rs 94.25 & Rs 87.74 in #Kolkata pic.twitter.com/XKiVykFBJT
— ANI (@ANI) May 31, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.