Advertisement
Advertisement

Breaking News

একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ছে অনেকটাই

কতটা দাম বাড়ছে?

Petrol, Diesel prices to be hiked

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 3:18 pm
  • Updated:January 6, 2017 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একদফা দাম বাড়ছে পেট্রল ও ডিজেলের৷ পশ্চিম এশিয়ার যে দু’টি দেশের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত, তারাই বৃহস্পতিবার থেকে সস্তায় তেল রফতানি বন্ধ করছে৷ যার জেরে এ দেশে একধাক্কায় তেলের দাম অনেকটাই বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের অনুমান৷

(লিটার প্রতি ৭ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম)

বিশ্বের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ সৌদি আরব গত দু’বছর ধরে বেশ সস্তায় তেল রফতানি করত৷ কিন্তু সম্প্রতি এশিয়া ও আমেরিকায় রপ্তানিযোগ্য অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে তারা৷ পাশাপাশি আসন্ন ফেব্রুয়ারি মাসের মধ্যে জ্বালানি সরবরাহেও ৩-৭ শতাংশ বরাদ্দ কমানো হচ্ছে৷ সংবাদসংস্থা সূত্রে খবর, ইরাকও জ্বালানির বরাদ্দ কমাচ্ছে৷ সূত্রের খবর, প্রতিদিন ১.৮ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ কমাচ্ছে সংস্থাগুলি৷ যার প্রভাব ভারতে পড়তে বাধ্য কারণ, এদেশের ৮০ শতাংশ তেলই আমদানি করতে হয়৷

Advertisement

২০১৫ ও ২০১৬ সালে ব্যারেল প্রতি তেলের দামে পতন হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়৷ কেন্দ্রীয় সরকার সেই সময় তেলের উপর থেকে ভরতুকি ধীরে ধীরে তুলে দিয়ে কোষাগারের উপর থেকে চাপ কমাতে শুরু করে৷ কিন্তু আন্তর্জাতিক বাজারে এখন তেলের জোগানে ঘাটতি দেখা গিয়েছে, যার ফলে দাম বাড়তে শুরু করল বলে! ইতিমধ্যেই ২০১৬-র ডিসেম্বরে পেট্রলের দাম দু’বার ও ডিজেলের দাম তিনবার বেড়েছে৷ জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ ২০১৭-তে একদফা দাম বাড়লেও ২০১৮-২০’র মধ্যে জ্বালানির দাম আকাশ ছোঁবে বলে আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের৷ তবে ২০১৯ ভোটের কথা মাথায় রেখে কেন্দ্র যদি ফের কোনও জনমোহিনী নীতি চালু করে তাহলে অন্তত মধ্যবিত্তের পকেটে ততটা টান পড়বে না৷

(একধাক্কায় অনেকটা দাম বাড়ল পেট্রল-ডিজেলের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement