ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩৭ দিন পর চলতি সপ্তাহের প্রথম দিন মধ্যরাত থেকে নতুন করে মূল্যবৃদ্ধি হয় জ্বালানির। তারপর থেকে পাঁচ দিনে এই নিয়ে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।
শুক্রবার রাতে লিটার প্রতি পেট্রলের (Petrol Price) দাম ৮৩ পয়সা এবং ডিজেল ৭৯ পয়সা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার ভোর ছ’টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীদের এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ৯৮.৬১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৮৯.৮৭ টাকা। কলকাতায় (Kolkata) পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৯৩.০১ টাকা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। ১১৩.৩৫ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.৫৫ টাকা। বাণিজ্যনগরীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ ও ৮৫ পয়সা বৃদ্ধিতেই এই ফল।
Price of petrol & diesel in Delhi at Rs 98.61 per litre & Rs 89.87 per litre respectively today (increased by 80 paise)
In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 113.35 & Rs 97.55 (increased by 84 paise & 85 paise respectively)
(File pic) pic.twitter.com/9r1RQSvTH8
— ANI (@ANI) March 26, 2022
গত বছর ২ নভেম্বর শেষবার দেশজুড়ে বেড়েছিল জ্বালানি মূল্য। এরপর লাগাতার বিক্ষোভ, প্রতিবাদের জেরে কেন্দ্র সরকার জ্বালানি মূল্যের উপর শুক্ল কমানোর সিদ্ধান্ত নেয়। যাতে সাময়িক স্বস্তি ফেরে মধ্যবিত্তের। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করল পেট্রল-ডিজেলের দাম। একলাফে ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও (LPG)। এক সপ্তাহে চারবার জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটায় প্রশ্ন উঠছে, এবার কি আবার নিয়মিত বাড়বে পেট্রল ও ডিজেটেলর দাম?
যুদ্ধের জন্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে অনেকটা বেড়েছে, তা নিয়ে সংশয় নেই। তবে ভারতীয় তেল সংস্থাগুলি রাশিয়া থেকে ২৭ শতাংশ কম দামে তেল কেনার সুযোগও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির দাম কমবে তখন কেন্দ্র সাধারণত দাম কমায় না। ফলে একবার দাম বেড়ে যাওয়া মানে যে আগামী দিনেও ক্রেতাদের ক্রমাগত বর্ধিত দামই দিতে হতে পারে। সেই সংশয়ই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.