সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহের আঁচ এবার ভারতের বাজারেও। ২৪ ঘণ্টার মধ্যে সোনার দাম বেড়েছে প্রায় ৮৫০ টাকা।১০ গ্রামের ২৪ ক্যারাটের পাকা সোনার দাম ৪০,৫১০ টাকায়। ৩ শতাংশ জিএসটি দিয়ে কিনতে হলে এই দাম দাঁড়ায় ৪১ হাজারের কিছু বেশি। সোনার ব্যবসায়ীরা বলছেন, এর আগে কলকাতায় এত দামে সোনা বিকোয়নি। শুধুমাত্র সোনা নয়, দাম বেড়েছে জ্বালানিরও।এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৮.০৮ টাকা ও ডিজেলের প্রতি লিটারের মূল্য ৭০.৮০ টাকা। একই অবস্থা দেশের অন্য শহরগুলিরও। এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
ইরাকের বাগদাদ এয়ারপোর্টে আমেরিকার বিমান হামলার ফলে মৃত্যু হয় ইরান এলিট গার্ড ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেমানি-সহ ৮ জনের। তার মধ্যে ইরানের মদতপুষ্ট পপুলার মোবালাইজেশন ফোর্সের ডেপুটি কমান্ডার আবু মেহদি আল-মুহানদিসও আছে। ফের শনিবারও ইরাকে হামলা চালায় মার্কিন ড্রোন। ইরানের সঙ্গে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে প্রায় ১৪ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করছে আমেরিকা। শুধুমাত্র ইরাকেই রয়েছে ৫ হাজার ২০০ মার্কিন সেনা। এছাড়া ৭২০ জওয়ানের একটি বিশেষ দল ইতিমধ্যে বাগদাদে পৌঁছে গিয়েছে। গোটা বিশ্বজুড়ে কার্যত যুদ্ধেব আবহ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাজারেও।
জানা গিয়েছে, বাগদাদ-ওয়াশিংটন ডিসির মধ্যে এই উত্তেজনার জেরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১০ পয়সা। আবার ডিজেলের প্রতি লিটারের দাম বেড়েছে ১৫ পয়সা। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের জেরে গত চারমাসের মধ্যে সর্বোচ্চ দামে তেল বিক্রি হচ্ছে। উত্তেজনার পারদের সঙ্গে সঙ্গে এই দামের পারাও যে চড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
তথৈবচ অবস্থা সোনারও। পাকা সোনার পাশাপাশি দাম বেড়েছে গয়না সোনারও। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম গয়নার সোনার দাম ছিল ৩৮,৪৩৫ টাকা। বৃহস্পতিবারের থেকে ৮০৫ টাকা বেশি। তবে যুদ্ধের জিগির কমলেই এই দাম কমবে বলে আশা দিচ্ছেন ব্যবসায়ীরা। বিশ্ব বাজারের আর্থিক সমস্যার জেরে দাম বাড়ছিলও। সেই মূল্যবৃদ্ধিতে আরও ইন্ধন জোগাল এই যুদ্ধের জিগির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.