ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতেই দেশজুড়ে আরও মহার্ঘ হল পেট্রল-ডিজেল (Petrol-Diesel Price)। মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে সপ্তাহের প্রথম দিনও দাম বাড়ল জ্বালানি। ইতিমধ্যে দেশের একাধিক শহরে সেঞ্চুরি পার করেছে পেট্রলের দাম। কোথাও আবার জ্বালানির দাম তা ১০০-র দোরগোড়ায়। কলকাতাতেও (Kolkata) পেট্রল-ডিজেলের দাম ধীরে ধীরে ‘শতরান’-এর দিকেই এগোচ্ছে।
রবিবারই কলকাতা এবং দিল্লিতে (Delhi) ৯৫ টাকা ছাড়িয়েছিল পেট্রলের দাম। সোমবার তা আরও বাড়ল। এদিন লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে পেট্রলের দাম। ফলে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ৯৫.২৮ পয়সা। রাজধানী দিল্লিতে নয়া দাম লিটার প্রতি ৯৫.৩১ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) গত মাসেই পেট্রলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল। সপ্তাহের প্রথম দিন সেখানে লিটার প্রতি ১০১.৫২ টাকা। আর চেন্নাইয়ে (Chennai) লিটার প্রতি পেট্রলের দাম ৯৬.৭২ টাকা। এছাড়া ভোপালেও ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রলের দাম। সেখানে লিটার প্রতি দাম ১০৩.১৭ টাকা। পাটনায় আবার দাম ৯৭ টাকা ১৮ পয়সা।
পেট্রলের পাশাপাশি এদিন বেড়েছে ডিজেলের দামও। দেশজুড়ে লিটার প্রতি ২৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম। সোমবার শহর কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৮৯.০৭ টাকা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮৬ টাকা ২২ পয়সা। মুম্বইয়ে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৯৮ পয়সা। অন্যদিকে, দক্ষিণের শহর চেন্নাইয়ে দাম ৯০.৯২ পয়সা।
একদিকে করোনায় (Coronavirus) মৃত্যুমিছিল। অন্যদিকে কাজ হারিয়ে পেটের টান। দেশের আমজনতা জখন অর্থনৈতিকভাবে খাদের কিনারে, তখনই জ্বালানির দাম বাড়ছে হু হু করে। অথচ, সরকার নির্বিকার। কেন্দ্রের তরফে শনিবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। প্রশ্ন উঠছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দায়িত্ব কি ভুলে গিয়েছে সরকার? আশ্চর্যজনকভাবে এসব নিয়ে বিরোধীরাও নির্বিকার। লাগাতার জ্বালানির দাম বাড়া সত্ত্বেও সেভাবে আন্দোলন করতে দেখা যাচ্ছে না বিরোধী শিবিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.