Advertisement
Advertisement

Breaking News

Petrol and diesel

Petrol-Diesel Price: পরপর দু’দিন বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, জেনে নিন কোন শহরে কত জ্বালানি মূল্য

পাঁচ রাজ্যের ভোট মিটতেই ১৩৭ দিন পর বেড়েছিল জ্বালানির দাম।

Petrol and diesel prices hiked for the 2nd day in a row | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 23, 2022 9:01 am
  • Updated:March 23, 2022 9:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের ভোট মিটতেই ১৩৭ দিন পর সোমবার মধ্যরাতে বেড়েছিল জ্বালানি মূল্য। পরের দিনও পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রইল। মঙ্গলবার রাত ১২টা থেকে জ্বালানির দাম লিটারপিছু বাড়ল আরও ৮০ পয়সা।

বুধবার দিল্লিবাসীদের এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ৯৭.০১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৮৮.২৭ টাকা। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম (Petrol & Diesel Price) বেড়ে হল যথাক্রমে ১০৬.৩৪ টাকা এবং ৯১.৪২ টাকা। মুম্বইয়ে পেট্রল ফের ছাড়াল ১১১ টাকার গণ্ডি। এদিন লিটারপ্রতি পেট্রল মূল্য ১১১.৬৭ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৫.৮৫ টাকা। চেন্নাইয়ে লিটার পিছু পেট্রল ও ডিজেলের মূল্য হল ১০২.৯১ টাকা এবং ৯২.৯৫ টাকা। বর্তমানে পেট্রলের দাম সবচেয়ে সস্তা আন্দামান ও নিকোবরে। সেখানে এক লিটার পেট্রল মিলছে সাড়ে ৮৪ টাকায়। ডিজেলের মূল্য ৭৮.৫২ টাকা। দেশে জ্বালানির দাম সর্বোচ্চ রাজস্থানে। মরুরাজ্যের শ্রী গঙ্গানগরে লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৮৭ টাকা এবং ৯৬.৯১ টাকা।

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ড: ‘আমি ব্যথিত, আপনার মন্তব্য তদন্তেও প্রভাব ফেলতে পারে’, রাজ্যপালকে জবাব মমতার]

গত বছর ২ নভেম্বর দেশজুড়ে বেড়েছিল জ্বালানি মূল্য। এরপর লাগার বিক্ষোভ, প্রতিবাদের জেরে কেন্দ্র সরকার জ্বালানি মূল্যের উপর শুক্ল কমানোর সিদ্ধান্ত নেয়। যাতে সাময়িক স্বস্তি ফেরে মধ্যবিত্তের। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করল পেট্রল-ডিজেলের দাম। একলাফে ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও (LPG)। প্রশ্ন উঠছে, এবার কি আবার নিয়মিত জ্বালানি মূল্য বাড়া শুরু হল?

যুদ্ধের জন‌্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে অনেকটা বেড়েছে, তা নিয়ে সংশয় নেই। তবে ভারতীয় তেল সংস্থাগুলি রাশিয়া থেকে ২৭ শতাংশ কম দামে তেল কেনার সুযোগও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির দাম কমবে তখন কেন্দ্র সাধারণত দাম কমায় না। ফলে একবার দাম বেড়ে যাওয়া মানে যে আগামী দিনেও ক্রেতাদের ক্রমাগত বর্ধিত দামই দিতে হতে পারে। সেই সংশয়ই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: বিজ্ঞাপনে ভুল তথ্য দেখানো বন্ধ করুন, ক্রেতা সুরক্ষার রোষানলে নামী টুথপেস্ট সংস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement