ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বালানির জ্বালায় জ্বলছে জনতা। ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রল (Petrol) -ডিজেল (Diesel)-রান্নার গ্যাসের দাম। তবে এর মাঝেই মিলল সুখবর। টানা ৩৫ দিন পর কলকাতার বাজারে কমল পেট্রল-ডিজেলের দাম। যদিও পেট্রলের দাম রইল ১০০-এর উপরেই।
রবিবার অর্থাৎ ২২ আগস্ট গোটা দেশে প্রতি লিটার পেট্রলের দাম কমেছে ১৫-২০ পয়সা। যার জেরে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম কমে দাঁড়িয়েছে ১০১ টাকা ৯৩ পয়সা। আবার প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ১৮-২০ পয়সা। যার দরুন কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ১৩ পয়সা। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, এখন প্রতিদিন আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম ওঠানামা করে। সেই অনুযায়ী ভারতেও প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম নির্ধারিত হয়। গত এক মাস ধরে লাগাতার বাড়ছিল জ্বালানির দাম। অবশেষে রবিবার কমল জ্বালানির দাম। যা শহরবাসীকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
দেশে জ্বালানি তেলের (Fuel) বাজার বহুদিন ধরেই অগ্নিগর্ভ। নাভিশ্বাস পরিবহন শিল্পের সঙ্গে যুক্তদের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন এই অবস্থা? আর এমন এক প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারায়েছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) BJP নেতা। সটান বলে বসেন, সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তানে (Afghanistan) চলে যাওয়াই ভাল। স্বাভাবিক ভাবেই তাঁর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ভোপালের কাটনি জেলার দলীয় সভাপতি রামরতন পায়ালের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি সম্পর্কে? রামরতন রেগে গিয়ে বলেন, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। এমন অবস্থায় কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে! তাঁর কথায়, ”তালিবানের (Taliban) কাছে যান। আফগানিস্তানে ৫০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে পেট্রল। যান, সেখানে গিয়ে নিজেদের পেট্রল ভরে নিন। ওখানে তো কেউ পেট্রল ভরার অবস্থায় নেই। এদেশে অন্তত আমরা নিরাপদে আছি। করোনার দু’টি ঢেউয়ের পরে এবার তৃতীয় ঢেউও আসতে চলেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.