Advertisement
Advertisement
Ajmer Dargah

আজমেঢ় শরিফ দরগা আসলে শিব মন্দির! হিন্দু সেনার আবেদনে কেন্দ্রকে নোটিস আদালতের

আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এ নিয়ে মতামত জানাতে হবে কেন্দ্র এবং ASI-কে।

Petition claims temple under Ajmer Dargah, court issues notice
Published by: Subhajit Mandal
  • Posted:November 28, 2024 11:24 am
  • Updated:November 28, 2024 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল, জ্ঞানবাপী, সম্ভালের জামা মসজিদের পর এবার হিন্দুত্ববাদীদের নজরে রাজস্থানের আজমেঢ় শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা! হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামের দুই হিন্দু সংগঠনের দাবি, আজমেঢ় শরিফ দরগাটি আসলে হিন্দু শিব মন্দির ভেঙে তৈরি করা। হিন্দুত্ববাদী সংগঠনগুলির ওই দাবির প্রেক্ষিতে কেন্দ্র এবং ASI-কে নোটিস পাঠিয়েছে আজমেঢ়ের একটি স্থানীয় আদালত।

খাজা মইনুদ্দিন চিস্তির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ-দেশান্তর থেকে বহু ইসলাম ধর্মে মানুষ এখানে আসেন। অন্য ধর্মের মানুষও যান আজমেঢ় শরিফে। তবে ২০২২ সাল থেকে ওই দরগাকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মহারানা প্রতাপ সেনা নামের একটি সংগঠন বছর দুই আগেই আজমেঢ় শরিফ দরগায় সমীক্ষার একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে। স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত করা হয়।

Advertisement

বুধবার রাজস্থানের একটি আদালত ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলির আবেদন গ্রহণ করেছে এবং এই সম্পর্কে মতামত জানতে চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক এবং অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে। আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এ নিয়ে মতামত জানাতে হবে কেন্দ্র এবং ASI-কে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে জ্ঞানবাপী মন্দির নিয়েও একই রকম বিতর্ক চলছে। জ্ঞানবাপী মসজিদ হলেও তার জায়গায় জায়গায় রয়েছে মন্দিরের অজস্র নিদর্শন। যাকে হাতিয়ার করেই সরব হয়েছে হিন্দু পক্ষ। চলছে আইনি লড়াই। এবার বিতর্ক শুরু আজমেঢ় শরিফ দরগা নিয়েও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement