Advertisement
Advertisement
Dog

এবার পোষা কুকুর কামড়ালে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে মালিককে! জানেন কোথায়?

প্রিয় পোষ্য রাস্তায় মল-মূত্র ত্যাগ করলেও দিতে হবে ফাইন।

Pet Owner To Pay Rs 10,000 Fine if Dog Bites Anyone in Bhubaneswar | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 1, 2023 8:55 pm
  • Updated:May 1, 2023 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য মালিকদের জন্য দুঃসংবাদ। এবার প্রিয় পোষ্য কাউকে কামড়ালে বা রাস্তায় যে কোনও জায়গায় মল-মূত্র ত্যাগ করলে বা কারও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করলে মালিককে গুনতে হবে মোটা টাকা। এমনই নিয়ম জারি করল ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।

শেষ কিছুদিনে একাধিকবার পোষ্যের দ্বারা আক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই কারণে পোষ্য মালিকদের সতর্ক করতেই কড়া সিদ্ধান্ত ভুবনেশ্বর পুরসভার। তাঁদের তরফে সাফ জানানো হয়েছে, একজন মালিক সর্বাধিক দুটি কুকুর রাখতে পারবেন। তাদের রেজিস্ট্রেশন করাতে হবে। পোষ্যদের ভ্যাকসিন, চিকিৎসা করানো বাধ্যতামূলক। অনেকে আবার বিদেশ থেকে পোষ্য নিয়ে আসেন। সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন আবশ্যক।

Advertisement

Now Gurugram bans 11 dog breeds

[আরও পড়ুন: মানবিক অভিষেক, ইটাহারের রাস্তায় জনসংযোগের মাঝেই করে দিলেন অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ]

ভুবনেশ্বর পুরসভার নিয়ম অনুযায়ী, কারও পোষ্য যদি কামড়ে দেয় সেক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে মালিককে। এখানেই শেষ নয়, আক্রান্তের চিকিৎসার খরচও দিতে হবে। অনেকেই নিয়মিত পোষ্যদের বাইরে নিয়ে যান। কখনও পার্কে বা রাস্তায়। কারণ, ওদের জন্যও খোলা বাতাস অত্যন্ত জরুরী। অনেক সময়ই রাস্তায় যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করে পোষ্য। কিন্তু তা পরিস্কারের দায় থাকে না মালিকের উপর। কিন্তু ভুবনেশ্বরে এরকম ক্ষেত্রেও গুনতে হবে টাকা। কোনও কারণে মালিক যদি পোষ্যকে ছেড়ে দেন রাস্তায় সেক্ষেত্রেও মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেউ জানিয়েছে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন।

[আরও পড়ুন: মিকদের চাপে নতিস্বীকার, দিনে ১২ ঘণ্টা কাজের আইন প্রত্যাহার করল তামিলনাড়ু সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement