অনির্বাণ বিশ্বাস: রেলের কুলি থেকে সাধারণ কর্মী৷ ট্রেনের গার্ড থেকে স্টেশন ম্যানেজার৷ এবার প্রচলিত পোশাককে বিদায় জানানোর পালা৷ চলতি অর্থবর্ষে রেলের প্রতিটি কর্মীকে নতুন সাজে হাজির করতে উদ্যোগী ভারতীয় রেল৷ আর সেই পোশাক কেমন হবে তা জানতে এবার সোশ্যাল নেটওয়ার্কের সাহায্য নিল ভারতীয় রেল৷
বুধবারই প্রতিটি কর্মীর জন্য নতুন পোশাকের উদাহরণ তুলে ধরা হয়েছে রেলের অফিসিয়াল ফেসবুক পেজে৷ আর এই পোস্টেই সাধারণের মত জানতে চাওয়া হয়েছে৷ তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে পোশাক বাছাইয়ের পাশাপাশি আসছে নানা ধরনের পরামর্শও৷ বিমান চালক বা বিমান সেবিকাদের মতো রেলকর্মীদের আকর্ষণীয় করে তোলার পাঠ দেওয়ার কথাও বলছেন অনেকে৷ রেলের তরফে আগেই সিদ্ধান্ত হয়েছিল পরিষেবার পাশাপাশি রেলকর্মীদের বিষয়েও খেয়াল রাখবে কর্তৃপক্ষ৷ আর সেই কথা মাথায় রেখেই তাঁদের পোশাক পছন্দের বিষয়টি বুধবার ফেসবুকে দেওয়া হয়৷
রেল সূত্রে খবর, কর্মীদের পোশাক ডিজাইন করবেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি৷ আধুনিকতার ছোঁয়া যেমন থাকবে তেমনই পোশাকে থাকবে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন৷ এর আগেও রেলের তরফে যাত্রীদের কাছ থেকে একটি প্রচার অভিযান করা হয়৷ যেখান থেকে ব্যাপক সাড়া মিলেছিল৷ এবার তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করল৷ সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রেলের কর্মীদের জন্য৷
রেলের কেরানি পদমর্যাদার মহিলা কর্মীদের জন্য গাঢ় নীল ও আসমানি নীল রঙের শাড়ি, চুড়িদার ও কুর্তা-পাজামার উদাহরণ তুলে ধরা হয়েছে৷ পুরুষ কেরানিদের জন্য সাদা জামার সঙ্গে নীল প্যান্টের দু’রকম ‘কাটের’ কথা বলা হয়েছে৷ ট্রেনের গার্ডদের জন্য গেরুয়া-নীল অথবা সাদা, গেরুয়া নীলের ছোঁয়া সম্বলিত পোশাকের উদাহরণ দেওয়া হয়েছে ফেসবুকে৷ এছাড়া টিকিট পরীক্ষকদের নীল রঙের পোশাক উধাও হয়ে লাল-কালো ব্লেজার বা ডিনার জ্যাকেট স্টাইলের পোশাকে পরিণত হতে পারে৷ তবে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রেলের কুলিদের পোশাক৷ চিরাচরিত লাল জামা ছেড়ে এবার কুলিদের জন্য লাল-কালো পাঠানি স্যূট বা কুর্তার কথা বলেছে রেল৷ তবে পাঠানি কুর্তার থেকে পাঠান স্যূটই মন কেড়েছে ফেসবুক ব্যবহারকারীদের৷ অন্যদিকে বিমান চালকদের মতো ট্রেনের গার্ডদের পোশাক করার দাবি যেমন উঠেছে তেমনই তেমনই ‘গ্যাং-ম্যান’-দের পোশাক পরিবর্তনের দাবিও জোরালো হয়েছে ভারতীয় রেলের ফেসবুক পেজে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.