Advertisement
Advertisement

Breaking News

Covid

মাদুরাইয়ে চিন থেকে ফেরা মা-মেয়ের শরীরে কোভিড, জানুয়ারিতে বাড়তে পারে প্রকোপ, আশঙ্কা বিশেষজ্ঞদের

আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে, মত কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকদের।

People returning from China tested Covid positive, cases might surge in January | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 28, 2022 6:38 pm
  • Updated:December 28, 2022 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড (Covid) সংক্রমণের হার। তার মধ্যেই চিন (China) ফেরত দু’জনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। মাদুরাই বিমানবন্দরে মা-মেয়ের শরীরে কোভিড ভাইরাস ধরা পড়ে। গত দু’দিনে সব মিলিয়ে ৩৯ জন বিমানযাত্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এহেন পরিস্থিতিতে কোভিড পরীক্ষার তদারকি করতে বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি।

বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৬ হাজার যাত্রীর কোভিড পরীক্ষা করা হয়েছে। বুধবার এক দিনেই দেশের নানা বিমানবন্দরে মোট ৬ জনের শরীরে করোনা পাওয়া গিয়েছে। গত দু’দিন মিলিয়ে এই সংখ্যাটা ৩৯। তাই বিমানবন্দরে গিয়ে গোটা পরিস্থিতি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে কোভিড পরীক্ষার তদারকি করবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: রাজধানী-দুরন্তর থেকে কোথায় এগিয়ে বন্দে ভারত? কেন চড়বেন এই সুপারফাস্ট ট্রেনে?]

চিনে দাপট দেখাচ্ছে কোভিডের BF.7 স্ট্রেন। এর মধ্যেই মঙ্গলবার চিন ফেরত দু’জনের শরীরে করোনা ধরা পড়ল। চিন থেকে শ্রীলঙ্কা হয়ে মাদুরাই বিমানবন্দরে এসেছিলেন আক্রান্ত মহিলা ও তাঁর ছয় বছর বয়সি কন্যা। মাদুরাই এলাকার বাসিন্দা দু’জনের করোনা ধরা পড়ার পরে নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে তাঁদের নমুনা। অন্যদিকে, বুধবারেই বিদেশ ফেরত ছয় জনের শরীরে করোনা ধরা পড়েছে।

দেশের নানা প্রান্তে করোনা বাড়লেও এখনই ভয়ের কারণ নেই বলেই মনে করছেন আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, “পূর্ব এশিয়ায় কোভিডের নতুন ঢেউ আছড়ে পড়ার প্রায় এক মাসের মধ্যে ভারতে দাপট দেখায় নতুন ভ্যারিয়েন্ট। এটাই অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। সেই জন্যই আগামী ৪০ দিন খুব সতর্ক থাকতে হবে। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রকে বিনামূল্যে দু’কোটি কোভিশিল্ডের ডোজ দিচ্ছে সিরাম। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: এবার ১০০ দিনের কাজে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, দুর্নীতি রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement