সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদ লেনদেন ছেড়ে প্ল্যাস্টিক মানি ব্যবহারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজে ‘মন কি বাত’ অনুষ্ঠানে সে প্রচারও করেছেন৷ দলীয় বৈঠকে কর্মীদেরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন৷ তবে এবার প্রশাসনিক তরফেও এ ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হতে চলেছে সূত্রের খবর৷
অনলাইনেই লেনদেন চোকাতে যাতে দেশের বেশিসংখ্যক মানুষ উৎসাহী হয়ে ওঠেন তার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেছিল প্রশাসন৷ তবে এবার নজর দেওয়া হচ্ছে ব্যক্তিস্বার্থের দিকেও৷ অর্থমন্ত্রক সূত্রের খবর, মানুষ যাতে কার্ডে লেনদেন করতে আগ্রহী হয় সে জন্য আয়করে ছাড় দেওয়ার ভাবনা রয়েছে৷ ব্যবসায়ীরাও যাতে ক্যাশলেস লেনদেন করেন তার জন্য ইনসেন্টিভ দেওয়ারও পরিকল্পনা আছে৷
দেশের প্রায় ৭০ কোটি মানুষের কাছে এখন ডেবিট কার্ড আছে৷ তবে শুধু এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই এই কার্ড ব্যবহার করেন তাঁরা৷ এই প্রবণতাই বদলাতে বদ্ধপরিকর প্রশাসন৷ অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও যাতে কার্ড ব্যবহার করেন মানুষ, তার জন্য লাগাতার প্রচার চলছে৷ তবে শুধু প্রচার নয়, এবার মানুষকে আগ্রহী করতে বিশেষ পদক্ষেপেরও ভাবনা সরকারের৷
কালো টাকা রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ তবে লেনদেনের সমস্ত দুর্নীতি আটকাতে বারবারই প্ল্যাস্টিক মানি ব্যবহারের কথা বলছেন প্রধানমন্ত্রী৷ সরকারি এই লক্ষ্যপূরণের ক্ষেত্রেই নয়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.