সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাম তিনি বিদেশের মাটিতেও ছড়িয়ে দিয়েছেন৷ কিন্তু তিনি নিজে যতই সে নাম উজ্জ্বল করার চেষ্টা করুন না কেন, দেশের পরিস্থিতি যেন কখনও তাঁকেও বিব্রত করে তুলেছে৷ বিদেশের মাটিতে ভারত ধর্ষণের ভূমি শুনে তাই রীতিমতো বিব্রত অমিতাভ বচ্চন৷
ভারতের ঐতিহ্যের কথা সব জায়গাতেই তুলে ধরেন তিনি৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয় না৷ দেশের বিভিন্ন ঘটনাবলী বিদেশের মাটিতে দেশ সম্পর্কে এমন এক ধারনা তৈরি করে দিয়েছে যা রীতিমতো অস্বস্তির৷ সম্প্রতি সেরকম এক অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন বিগ বি৷ জানিয়েছেন বিদেশের মাটিতে তাঁর বিব্রত হওয়ার কাহিনি৷ “বিদেশে যখনই বলেছি ভারত থেকে এসেছি, তখনই শুনতে হয়েছে, ধর্ষণের দেশ থেকে এসেছেন৷ যা শুনে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে৷ আমি চাই এই ধারণা দূর হোক৷ যখন লোকে আমাদের তৃতীয় বিশ্বের দেশ বলে বা উন্নতশীল তকমা দিয়ে রাখে, তখন আমার ভাল লাগে না৷ আমাদের সকলের উচিত আমাদের দেশকে প্রথম বিশ্বের এক উন্নত দেশ হিসেবে গড়ে তোলা৷”, আশা অমিতাভের৷
নারীদের অবস্থা নিয়ে রাজ্যগুলির পারস্পরিক দোষারোপকেও পাত্তা দিচ্ছেন ভারতীয় সিনেমার এই আইকন৷ “আমি বলছি না মুম্বইয়ের থেকে দিল্লিতে নারীরা বেশি নিরাপদ, বা তার উল্টোটা৷ যদি দিল্লিতেও একটি মেয়ের সঙ্গে খারাপ কিছু ঘটে তবে সারা জাতি লজ্জা পায়৷ এটা আমাদের দেশ, এখানের প্রতিটি কোণে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন৷ এই ইস্যু সারা দেশের বা গোটা পৃথিবীরও”, মত বিগ বি-র৷
নারীদের নিরাপত্তা নিয়ে এতটাই উদ্বিগ্ন অমিতাভ৷ ক’দিন আগে শিক্ষক দিবসে দুই নাতনীকে চিঠি লিখে সতর্ক করেছিলেন৷ পাশাপাশি জানিয়েছেন, তাঁর নিজের ঘরেও মেয়েরা ফেরা না পর্যন্ত উদ্বিগ্ন হয়ে জেগে থাকেন তিনি৷ সারা দেশের ক্ষেত্রেই অবস্থাটা কমবেশি সমান৷ আর তাই এবার এই পরিস্থিতি বদলের ডাক শোনা গেল বিগ বি-র কথায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.