Advertisement
Advertisement
Modi Telangana Rally

প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে টাওয়ারে উঠল জনতা, কী বললেন মোদি?

তেলেঙ্গানায় মোদির সভায় ভিড় জনতার।

People climbs in tower to see PM, Narendra Modi reacts | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 27, 2023 2:20 pm
  • Updated:November 27, 2023 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীকে একঝলক দেখবেন। শুধু এই কারণেই চটপট আশেপাশের টাওয়ারে উঠে পড়লেন বেশ কয়েকজন। বিপজ্জনক অবস্থায় তাঁদের দেখতে পেয়েই বক্তৃতা থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, “আপনারা কেউ পড়ে গেলে খুব দুঃখ পাব।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানায় (Telangana) প্রচারে গিয়েছেন মোদি। আগামী ৩০ নভেম্বর সেরাজ্যে নির্বাচন।

তেলেঙ্গানার নির্মলে প্রচার করতে গিয়েছেন মোদি। ভিড়ে ঠাসা জনসভায় মঞ্চে থাকা প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছিলেন না অনেকেই। ভালো করে মোদিকে দেখার জন্য উঠে পড়েন আশাপাশের টাওয়ারে। ভাষণ চলাকালীন মঞ্চ থেকে তা দেখতে পেয়েই থেমে যান মোদি। উপস্থিত জনতাকে সতর্ক করে অনুরোধ জানান, যারা টাওয়ারে উঠেছেন তাঁরা যেন নেমে পড়েন।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের হার ভুলে হাসলেও, বিরাটের চোখে কালশিটে! নাকে ব্যান্ডেড! কিন্তু কেন?]

মঞ্চ থেকেই মাইকে বলেন, “এখানে খুব ভিড়, বুঝতে পারছি আমাকে দেখতে না পেয়ে আপনাদের খারাপ লাগছে। কিন্তু দয়া করে নেমে আসুন। কেউ পড়ে গেলে আমার খুব খারাপ লাগবে। আপনাদের ভালোবাসা আমি খুবই উপভোগ করি। কিন্তু আপনারা নেমে আসুন। আমাকে দেখতে না পেলেও আমার কথা ঠিক আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।”

যদিও এই প্রথমবার নয়। মোদির সভা চলাকালীন তেলেঙ্গানাতেই বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন এক তরুণী। তবে মোদিকে দেখতে নয়, প্রধানমন্ত্রীর কাছে নিজের অভাব-অভিযোগের কথা জানাতে কাণ্ডটি ঘটান ওই তরুণী। সেবারও ওই তরুণীকে নেমে আসতে অনুরোধ করেন মোদি। রীতিমতো বাবা-বাছা করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। পরে সভার নিরাপত্তারক্ষীরা ওই তরুণীকে নামিয়ে আনেন।

[আরও পড়ুন: ফের কলকাতায় প্রকাশ্যে খুন! পারিবারিক বিবাদে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement