Advertisement
Advertisement

মোদির যুক্তিতেই বাজিমাত, এবার থেকে স্মৃতিসৌধর ছবি তুলতে পারবেন পর্যটকরা

তবে একটি শর্ত রয়েছে৷

People Can Click Photos at Protected Monuments
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2018 7:52 pm
  • Updated:July 13, 2018 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলির ছবি তোলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এবার থেকে তাজমহলের ভিতরের সৌধস্থল, অজন্তা গুহ ও লেহ প্রাসাদ ছাড়া যে কোনও স্মৃতিসৌধের সামনে বা ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন পর্যটকরা৷ স্যাটেলাইটের যুগে কোনও ঐতিহাসিক স্মৃতিসৌধের সামনে বা ভিতরে ঢুকে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই দাবির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার৷

[মোদিকে পাক রাষ্ট্রপতি জিয়াউল হকের সঙ্গে তুলনা, বিতর্কে দিগ্বিজয় সিং]

বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে ৩৬৮৬টি স্মৃতিসৌধ৷ নিরাপত্তার স্বার্থে ২০১৬সালে নিয়মানুযায়ী শুধুমাত্র ঐতিহাসিক, শিক্ষাবিদ ও লাইসেন্সপ্রাপ্ত ফটোগ্রাফাররাই যে কোনও স্মৃতিসৌধর ছবি তুলতে পারতেন৷ তবে সেক্ষেত্রেও প্রয়োজন হত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ছাড়পত্র৷

Advertisement

[শিক্ষা প্রতিষ্ঠানে গীতা বিতরণের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের, তুঙ্গে বিতর্ক]

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা টুইট করে জানান, সুরক্ষিত ঐতিহাসিক স্মৃতিসৌধর ছবি তোলার নিয়মে বদল আনছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এবার থেকে যেকোনও সুরক্ষিত ঐতিহাসিক স্মৃতিসৌধর সামনে বা ভিতরে ঢুকে ছবি তোলা যাবে৷ তবে তাজমহলের ভিতরের সৌধস্থল, অজন্তা গুহ ও লেহ প্রাসাদের ছবি তোলার ক্ষেত্রে এখনও আগের মতোই নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী৷

[সাময়িক খরচ বাঁচাতে ক্যান্টনমেন্ট বন্ধের ভাবনা সেনার]

উল্লেখ্য, বৃহস্পতিবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ধারোভার ভবনের দ্বারোদঘাটন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান যুগে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে৷ স্যাটেলাইটের মাধ্যমে দূর থেকেও যে কোনও স্মৃতিসৌধর ছবি তোলা সম্ভব৷ প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তাহলে আজকের দিনেও ঐতিহাসিক স্মৃতিসৌধের ছবি তোলার ক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ এই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মোদি৷ প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পরই ছবি তোলার নিষেধাজ্ঞা তুলে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement