সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলির ছবি তোলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এবার থেকে তাজমহলের ভিতরের সৌধস্থল, অজন্তা গুহ ও লেহ প্রাসাদ ছাড়া যে কোনও স্মৃতিসৌধের সামনে বা ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন পর্যটকরা৷ স্যাটেলাইটের যুগে কোনও ঐতিহাসিক স্মৃতিসৌধের সামনে বা ভিতরে ঢুকে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই দাবির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার৷
বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে ৩৬৮৬টি স্মৃতিসৌধ৷ নিরাপত্তার স্বার্থে ২০১৬সালে নিয়মানুযায়ী শুধুমাত্র ঐতিহাসিক, শিক্ষাবিদ ও লাইসেন্সপ্রাপ্ত ফটোগ্রাফাররাই যে কোনও স্মৃতিসৌধর ছবি তুলতে পারতেন৷ তবে সেক্ষেত্রেও প্রয়োজন হত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ছাড়পত্র৷
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা টুইট করে জানান, সুরক্ষিত ঐতিহাসিক স্মৃতিসৌধর ছবি তোলার নিয়মে বদল আনছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এবার থেকে যেকোনও সুরক্ষিত ঐতিহাসিক স্মৃতিসৌধর সামনে বা ভিতরে ঢুকে ছবি তোলা যাবে৷ তবে তাজমহলের ভিতরের সৌধস্থল, অজন্তা গুহ ও লেহ প্রাসাদের ছবি তোলার ক্ষেত্রে এখনও আগের মতোই নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী৷
Inspired by the vision of hon’ble PM @narendramodi ji & his guidance this morning while inaugurating the new HQ of ASI, It has been decided to allow photography within the premises of all centrally protected monuments except Ajanta Caves, Leh Palace and mausoleum of TajMahal. pic.twitter.com/0pI3QV9gJj
— Dr. Mahesh Sharma (@dr_maheshsharma) July 12, 2018
উল্লেখ্য, বৃহস্পতিবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ধারোভার ভবনের দ্বারোদঘাটন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান যুগে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে৷ স্যাটেলাইটের মাধ্যমে দূর থেকেও যে কোনও স্মৃতিসৌধর ছবি তোলা সম্ভব৷ প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তাহলে আজকের দিনেও ঐতিহাসিক স্মৃতিসৌধের ছবি তোলার ক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ এই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মোদি৷ প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পরই ছবি তোলার নিষেধাজ্ঞা তুলে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.