Advertisement
Advertisement

Breaking News

Himanta Biswa sarma

‘ওঁরা গণতন্ত্রের সেনানী’, জরুরি অবস্থায় জেলবন্দিদের পেনশন দেবে অসম সরকার

ফের জরুরি অবস্থার স্মৃতি উসকে দিতে চাইলেন হিমন্ত।

Pension for those put in prison during Emergency, Says Himanta Biswa sarma | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 21, 2023 11:52 am
  • Updated:April 21, 2023 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জরুরি অবস্থায় যারা জেল খেটেছেন, তাঁদের কার্যত স্বাধীনতা সংগ্রামীদের সমকক্ষ হিসাবে স্বীকৃতি দিয়ে দিল অসম সরকার (Assam Government)। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, জরুরি অবস্থায় জেল খাটা প্রায় ৩০১ জন গণতন্ত্রের সেনানীকে মাসিক ১৫ হাজার টাকা করে পেনশন দেবে তাঁর সরকার।

বৃহস্পতিবার অসম মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa sarma) জানিয়েছেন, জরুরি অবস্থার সময় অসমের মোট ৩০১ জনের রাজনৈতিক কারণে জেল খাটার প্রমাণ রয়েছে। সেই সকল গণতন্ত্রের সৈনিককে তাঁর সরকার মাসিক ১৫ হাজার টাকা করে পেনশন দেবে। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এটা গণতন্ত্রের সেইসব সেনানীদের স্বীকৃতি যারা ওই সময় অকথ্য অত্যাচার সহ্য করেছেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে দেবে’, ফের ‘কুকথা’ দিলীপের মুখে]

হিমন্তর দাবি, ওই সময় খুব পরিকল্পিতভাবে সব স্বশাসিত সংস্থা ধ্বংস করা হয়েছিল। যারা যারা ন্যূনতম প্রতিবাদ করেছে, তাদের গারদে ঢুকিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে। অসম সরকার সেই যন্ত্রণার স্বীকৃতি দিতে চায়। আগামী দিনে আরও গণতন্ত্রের সেনানীকে এই তালিকায় যোগ করা হবে। এমনকী, তাঁদের বিধবা স্ত্রী’রাও এই পেনশন পাবেন।

[আরও পড়ুন: বাম আমলের চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশায় গলদ, বিপদের আশঙ্কায় ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার]

রাজনৈতিক মহলের ধারণা, জরুরি অবস্থার সময়ের ‘সেনানী’দের স্বীকৃতি দিয়ে আসলে হিমন্ত কংগ্রেস জমানার ‘অন্ধকার সময়ে’র স্মৃতি উসকে দিতে চাইলেন। ঠিক যে সময় কংগ্রেস-সহ বিরোধীরা মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে সমস্ত স্বশাসিত সংস্থা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনছে, কারণে-অকারণে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের অভিযোগ আনছে, সেসময় হিমন্ত মনে করাতে চাইলেন জরুরি অবস্থায় ছবিটা আরও করুণ ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement