Advertisement
Advertisement

Breaking News

পিডিপি নেতা

বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে নিহত জম্মু-কাশ্মীরের পিডিপি নেতা

জঙ্গি হামলা বলে অভিযোগ নিহত নেতার পরিবারের৷

PDP leader shot dead in Kulgam, son critically injured

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 20, 2019 5:09 pm
  • Updated:May 20, 2019 5:09 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের সন্ত্রাস কাশ্মীর উপত্যকায়৷ রবিবার রাতে কুলগামে এক পিডিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ সোমবার সকালে অস্ত্রোপচারের পর তাঁর মৃ্ত্যু হয়েছে৷ তাঁর ছেলে আহত হয়ে ভরতি হাসপাতালে৷

[আরও পড়ুন: রোজা ভাঙতে জল চেয়ে মিলল খাবার, বিমানসেবিকার মানবিকতায় আপ্লুত যাত্রী]

কুলগামের সৌরা এলাকায় রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ পিডিপি নেতা মহম্মদ ইসমাইল ভাটের জঙ্গলপোরার বাড়ির সামনেই লক্ষ্য করে গুলি চালায় জনাকয়েক দুষ্কৃতী৷ তাঁকে উদ্ধার করে চটজলদি ভরতি করা হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখান থেকে আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তাঁকে স্থানান্তরিত করা হয়৷ আজ সকালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ অস্ত্রোপচারের পরই মৃত্যু হয় বছর পঁয়ষট্টির ওই নেতার৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, জামাল সাম্প্রতিক নির্বাচনে একটি বুথে পিডিপি-র এজেন্ট ছিলেন৷ কে বা কারা তাঁকে এভাবে খুন করল, তার তদন্ত শুরু হয়েছে৷ বিভিন্ন তথ্যপ্রমাণ, নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷ যদিও হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করছে পরিবার৷ হামলার কায়দা দেখে তাঁদের এমনটাই মনে হয়েছে৷ আরেকদিকে, ইসমাইল ভাট রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন বলেই জোরাল সওয়াল করছে পিডিপি নেতৃত্ব৷

[আরও পড়ুন: আইনি সুরক্ষার সময়সীমা বাড়ানোর জন্য রাজীব কুমারের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে]

এর আগেও বেশ কয়েকবার জম্মু-কাশ্মীরে আক্রান্ত হয়েছে পিডিপি নেতৃত্ব৷ ক্ষমতায় থাকাকালীন এমন ঘটনা বেশি ঘটত৷ বিজেপির সঙ্গে জোট ভেঙে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর তার সংখ্যা কিছুটা কমেছে৷ তবে এখনও সুরক্ষিত নন পিডিপি নেতারা৷ লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে আরও এক পিডিপি নেতার খুন সেই ছবিটাই ফের তুলে ধরল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement