সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল শরদ পওয়ারের (Sharad Pawar) সামনে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এর পিছনে ছিল কংগ্রেসের (Congress) ভিতরের কিছু লোকের চক্রান্ত। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল (Praful Patel)। আজ শরদ পওয়ারের ৮০তম জন্মদিন। সেই উপলক্ষে এক নিবন্ধে এমনই দাবি করেন তিনি।
শিব সেনার (Shiv Sena) মুখপত্র ‘সামনা’-তে প্রকাশিত হয়েছে লেখাটি। সেখানে তিনি জানাচ্ছেন, প্রথম সুযোগটা এসেছিল ১৯৯১ সালের লোকসভা নির্বাচনের সময়। রাজীব গান্ধীর মৃত্যুর ধাক্কায় তখন কংগ্রেস খানিকটা বেসামাল। সেই সময় দলের হাল ধরার জন্য পওয়ারই ছিলেন যোগ্য ব্যক্তি। প্রফুল্ল লিখেছেন, ‘‘তাঁকে দলের সভাপতি করার বেশ জোরালো দাবি ছিল। কিন্তু কয়েকজন ড্রয়িংরুমের রাজনীতিবিদ চাননি দলে কোনও শক্তিশালী নেতা আসুক। সেই জন্যই শেষপর্যন্ত পিভি নরসিমা রাওকে কংগ্রেস সভাপতি করা হয়।’’ এরপর লোকসভা নির্বাচনে শরদ পওয়ারকে প্রধানমন্ত্রী করার দাবি উঠলে সেই একই কংগ্রেস নেতাদের চক্রান্তে শেষ পর্যন্ত নরসিমা রাওই প্রধানমন্ত্রী হন বলে জানাচ্ছেন প্রফুল্ল।
১৯৯৭ সালে ফের পওয়ারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল বলে জানাচ্ছেন প্রফুল্ল। তাঁর দাবি, সেই সময় কংগ্রেস সভাপতি সীতারাম কেশরি দেবগৌড়া সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলে ১২৫ জন কংগ্রেস সাংসদ পওয়ারের বাড়ি আসেন। কিন্তু তাঁদের অনুরোধ সত্ত্বেও পওয়ার রাজি হননি। কেননা তার ঠিক আগেই ১৯৯৫ সালে দেবেগৌড়া থেকে মুলায়ন সিং যাদবের মতো নেতারা ইচ্ছা প্রকাশ করেছিলেন নরসিমাকে সরিয়ে তাঁকে প্রধানমন্ত্রিত্বের দাবিদার করার জন্য। কিন্তু নরসিমা দেবেগৌড়াকেই সমর্থন করেন প্রধানমন্ত্রী হিসেবে। এরপর আর শরদ পওয়ার প্রধানমন্ত্রী হতে চাননি।
প্রফুল্লের দাবি, দলের ভিতরে থাকা তাঁর বিরোধী নেতাদের জন্যই পরে দল থেকে বেরিয়ে এনসিপি গঠন করেন শরদ পওয়ার। যদিও কংগ্রেস নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। তবে বর্ষীয়ান কংগ্রেস নেতা উলহাস পওয়ার জানিয়েছেন, শরদ পওয়ার দল থেকে বেরিয়ে না গেলে তাঁর সামনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পরে আসতেও পারত। তিনি শরদ পওয়ারকে নতুন করে দলে ফিরে আসতে অনুরোধ করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.