Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত শ্রীনগর, তেরঙ্গা ওড়ানোর বিরোধীতা স্থানীয়দের

পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে, দেশপ্রেম কি অপরাধ?

Patriots attacked for unfurling tricolour in Srinagar’s Lal Chowk
Published by: Tanujit Das
  • Posted:August 14, 2018 8:28 pm
  • Updated:August 14, 2018 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের একদিন আগে উত্তেজনার পারদ চড়ল জম্মু-কাশ্মীরে৷ তেরঙ্গা ওড়ানোকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগরের লাল চক৷ স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হতে হল দেশভক্ত কয়েকজন যুবককে৷ তাঁদের মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল, পুলিশ গ্রেপ্তার করেছে ওই সমস্ত দেশভক্তদেরই৷ নিশ্চিন্তে এলাকা দাপাচ্ছে জাতীয় পতাকা ওড়ানোর বিরোধিতা করা অভিযুক্তরা৷ যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে, দেশভক্তি কি তাহলে অপরাধ?

[যাত্রী নিরাপত্তার স্বার্থে ৩০১টি ট্রেনের সময়সূচি বদল ভারতীয় রেলের]

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে৷ জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে লাল চক মোড়ে দেশের জাতীয় পতাকা ওড়াতে যান কয়েকজন যুবক৷ বিষয়টি নজরে আসতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন স্থানীয় কয়েকজন বাসিন্দা৷ প্রথমে, তারা ওই যুবকদের থামানোর চেষ্টা করে৷ পরে বচসা থেকে শুরু হয় মারধর৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ কিন্তু, এক্ষেত্রে কার্যত সকলকে অবাক করে তাঁরা৷ পতাকা ওড়ানোর বিরোধী গোষ্ঠীর কাউকে গ্রেপ্তার না করে পুলিশ গ্রেপ্তার করে তেরঙ্গা ওড়াতে চাওয়া গোষ্ঠীর সদস্যদের৷ আর পুলিশের এই ভূমিকাই উস্কে দিয়েছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে, দেশের পতাকা লাগালে কোন আইনের ধারায় পুলিশ গ্রেপ্তার করতে পারে? যারা দেশের পতাকার অসম্মান করল এবং স্বাধীনতা দিবসের আগে তেরঙ্গা ওড়ানোর বিরোধিতা করল, তাদের বিরুদ্ধে কেন পুলিশ কোনও ব্যবস্থা নিল না?

[আকাশপথে মৃত্যুদূতের হানা, স্বাধীনতা দিবসে হাড়হিম করা সতর্কবার্তা গোয়েন্দাদের  ]

প্রসঙ্গত, একই ধরনের ঘটনা গতবছর ঘটে শ্রীনগরের লাল চকে৷ সেবার বিজেপি ও গেরুয়াপন্থীদের চ্যালেঞ্জ দেন ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা৷ বলেন, ক্ষমতা থাকলে বিজেপি ও গেরুয়াপন্থীরা লাল চকে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক৷ উমর আবদুল্লার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে শিব সেনা৷ গত বছর ডিসেম্বরে তাঁদের কয়েকজন দলীয় সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে আসে লাল চকে৷ মোক্ষম জবাব দেয় উমর আবদুল্লার করা চ্যালেঞ্জের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement