Advertisement
Advertisement

মুদির দোকান থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র, চাঞ্চল্য পাটনায়

স্কুলের পিওন ৮৫০০ টাকায় কেজি দরে উত্তরপত্র বিক্রি করেছিল।

PATNA: Missing answer sheets recovered from scrap dealer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 4:38 pm
  • Updated:September 9, 2019 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদির দোকান থেকে উদ্ধার বিহার বোর্ডের হারিয়ে যাওয়া উত্তরপত্র। প্রায় ১০০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযোগের তির সরকারি স্কুলের পিওনের দিকে। দ্রব্যসামগ্রী বিক্রি করতে দোকানদারের কাগজ চাই। একইভাবে টাকার দরকার রয়েছে স্কুলের পিওন ছোটু সিংয়ের। অভিযোগ, দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর স্কুলে আসা উত্তরপত্রগুলি তাই কিলোদরে ওই দোকানে বিক্রি করেছিল সে। এই ঘটনায় দোকানি রাজকিশোর গুপ্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাটনাতে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া উত্তরপত্রগুলি ২০১৭-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার। সেবার পরীক্ষার পরে পরেই বিপুল সংখ্যাক উত্তরপত্র নিখোঁজ হয়ে যায়। সেকারণে বেশকিছু পরীক্ষার্থী বিপাকে পড়েন। তাঁদের ফের নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে এবার। কিন্তু সেই সময় নিখোঁজ হয়ে যাওয়া উত্তরপত্রের কোনও সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। বিস্তর চাপানউতোর চলে কিন্তু ১০০জন পরীক্ষার্থীর খাতার কোনও সন্ধান দিতে পারেনি বিহার বোর্ড কর্তৃপক্ষ। এদিকে কিছুদিন আগেই গোপনসূত্রে হারিয়ে যাওয়া উত্তরপত্রের খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে মাস খানেক আগে একটি দোকানে অভিযান চালালে দশম শ্রেণির পরীক্ষার হাজারটি উত্তরপত্র উদ্ধার হয়। একই সঙ্গে দোকানি পাপ্পু গুপ্তাকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জেরা করে জানা যায়, সরকারি স্কুলের পিওন ছোটু সিং তাকে এই উত্তরপত্র বিক্রি করেছে। আট হাজার ৫০০ টাকায় ছোটুর থেকে উত্তরপত্রগুলি কিনেছে পাপ্পু। এরপর ছোটুর খোঁজে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে। জানা যায়, ছোটু পাপ্পুকে মাধ্যমিকের উত্তরপত্র বিক্রি করে টাকা নিয়েছে। একইভাবে ব্যবসায়ী রাজকিশোর গুপ্তাকে বিক্রি করেছে দ্বাদশ শ্রেণির উত্তরপত্র।

Advertisement

[জিএসটি কমল ৮৮টি পণ্য সামগ্রীতে, জেনে নিন সস্তা হল কোন কোন জিনিস]

রাজকিশোর গুপ্তাকে উত্তরপত্র কেনার অভিযোগে গ্রেপ্তার কেরছে পুলিশ। ছোটু সিংয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই উধাও হয়ে যাওয়া উত্তরপত্র বিক্রির সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় সমালোচনার মুখে বিহারের শিক্ষাদপ্তর। পরিস্থিতি বিবেচনা করে মুখ খোলেননি বিহার শিক্ষা বোর্ডের কর্তারা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement