Advertisement
Advertisement

Breaking News

Patiala House Court issues bailable warrant against TMC MP Abhishek Banerjee's wife Rujira Banerjee

Rujira Banerjee: কয়লা পাচার কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

রুজিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

Patiala House Court issues bailable warrant against TMC MP Abhishek Banerjee's wife Rujira Banerjee । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2022 12:22 pm
  • Updated:May 7, 2022 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আইন বিশেষজ্ঞদের মতে, চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক ঘরনি।

[আরও পড়ুন: সৌরভের বাড়িতে ‘শাহী’ নৈশভোজ নিয়ে জোর তরজা, খোঁচা দিলীপের, পালটা দিলেন কুণালও]

কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন।

রুজিরা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পালটা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই আদালত রুজিরাকে তলব করেছিল বলে খবর। গত ৩০ সেপ্টেম্বর ভারচুয়ালি হাজিরাও দিয়েছিলেন। ইডির তলবের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

তবে এবার রুজিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court)। আগামী ২০ আগস্ট মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আগাম জামিনের আবেদনও করতে পারবেন। যদিও ইডির তলবকে বারবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে তৃণমূল।

[আরও পড়ুন: গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে আত্মঘাতী প্রতিবেশী যুবক, সাতদিনের মধ্যেই আত্মহত্যা যুবতীরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement