Advertisement
Advertisement

পাঠানকোটে দু’টি সন্দেহজনক ব্যাগ ঘিরে চরম আতঙ্ক

জারি হাই অ্যালার্ট।

Pathankot alert: Two suspicious bags recovered near Army cantonment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 4, 2017 6:18 am
  • Updated:May 4, 2017 6:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের পাঠানকোটের মামুন আর্মি ক্যান্টনমেন্ট ঘাঁটিতে দু’টি সন্দেহজনক ব্যাগকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল বৃহস্পতিবার সকালে। এলাকাজুড়ে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়।

[যোগীর রাজ্যে অশ্লীল গানে মদ্যপ পুলিশের ‘ঠুমকা’, ভাইরাল ভিডিও]

নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, ওই দু’টি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোবাইল টাওয়ার ব্যাটারি। পাঞ্জাব পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার মধ্যেই আবার পাঠানকোট ও গুরুদাসপুরেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একটি চুরি করা এসইউভি স্থানীয় এক গ্রামে ফেলে রেখে পালিয়েছে তিন দুষ্কৃতী। তারা জঙ্গি কি না তদন্ত করে দেখছে পুলিশ। জম্মুর সাম্বা থেকে ওই গাড়িটি চুরি করা হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা অধিকারিকরা।

Advertisement

২০১৫-য় গুরুদাসপুর জেলার দিননগর টাউনে ঢুকে সাত নিরাপত্তারক্ষীকে হত্যা করে তিন জঙ্গি। ২০১৬-র জানুয়ারিতে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। নিরাপত্তারক্ষীরা চার জঙ্গিকেই নিকেশ করে। জঙ্গিদের হামলায় এনএসজি-র লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন-সহ তিন সেনা শহিদ হন। হামলার দায় স্বীকার করে জৈশ-ই-মহম্মদ।

[জঙ্গিদের খোঁজে শোপিয়ানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু সেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement