সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ুর্বেদিক পণ্য ও ভোগ্য পণ্য বাজারে এনে আগেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছিলেন যোগগুরু স্বামী রামদেবের সংস্থা পতঞ্জলী৷ কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো অন্যান্য ব্র্যান্ডগুলিকে৷ জিও-সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি ফোর জি সিমও এনেছে পতঞ্জলী৷ তবে এবার আর তাঁদের লক্ষ্য ভারতীয় বাজার নয়৷ আন্তর্জাতিক বাজারে নিজেদের মাটি শক্ত করতে চায় তাঁরা৷ সেলক্ষ্যে সরাসরি এবার তাঁরা চ্যালেঞ্জ ছুড়ে দিল সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপকে৷ তাঁরা নিয়ে এল দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া সোশ্যাল মেসেজিং অ্যাপ ‘কিমভো’৷
अब भारत बोलेगा.!
सिम कार्ड के बाद बाबा रामदेव ने लॉन्च किया मैसेजिंग ऐप KIMBHO, व्हाट्सऐप को मिलेगी टक्कर..
अपना #स्वदेशी मैसेजिंग प्लेटफार्म। गूगल प्ले स्टोर से सीधे डाउनलोड करें।@yogrishiramdev@Ach_Balkrishna@bst_official @ANI@ani_digital@PTI_Newshttps://t.co/IxTGyLhMbq— tijarawala sk (@tijarawala) May 30, 2018
বুধবার টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন পতঞ্জলীর মুখপাত্র এসকে তিজারাওয়ালা৷ টুইটারে তিনি লেখেন, ‘এবার ভারত বলবে৷’ সেখানেই তিনি সরাসরি চ্যালেঞ্জ জানান হোয়াটসঅ্যাপকে৷ জানা গিয়েছে, প্রথমক্ষেত্রে কেবলমাত্র অ্যান্ড্রয়েড গুগল প্লেস্টোরেই পাওয়া যাবে এই মেসেজিং অ্যাপটি৷ পরে আনা হবে, আইওএস ও মাইক্রোসফটে৷ গত সপ্তাহে টেলিকম সংস্থা বিএসএনএল-কে সঙ্গে নিয়ে বাজারে নয়া সিম কার্ড আনে পতঞ্জলী৷ যার নাম দেওয়া হয়েছে ‘স্বদেশী সমৃদ্ধি’ সিম কার্ড৷ এই নয়া কানেকশনে একগুচ্ছ অফার পাবেন গ্রাহকরা৷ মিলবে প্রত্যেকদিন দু’জিবি করে মোবাইল ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও বিনামূল্যে ১০০ টি করে এসএমএস করার সুবিধা৷ থাকছে আরও লোভনীয় অফার৷
[কাশ্মীরে ধসের জেরে আটকে পড়ে বিপাকে বাংলার পর্যটকরা, দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর]
জিও-র সঙ্গে টক্কর দেওয়ার জন্যই এই সিম কার্ডের রিচার্জ ভ্যালুও করা হয়েছে অনেক কম৷ মাত্র ১৪৪ টাকায় মাসে একবার রিচার্জ করলেই প্রত্যহ দু’জিবি মোবাইল ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা৷ কেবল ফোনের সুবিধা দিয়েই ক্ষান্ত থাকেনি রামদেবের সংস্থাটি৷ গ্রাহকদের জন্য ২.৫ লাখ টাকার মেডিকেল ইনসিওরেন্স, ৫ লাখের লাইফইনসিওরেন্সের সুবিধাও এনেছেন তাঁরা৷
[তুতিকোরিনে ক্ষতিগ্রস্তদের পরিবারকে দু’লক্ষ টাকা সাহায্য রজনীকান্তের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.