Advertisement
Advertisement

পাকিস্তানের বাজার ধরতে উদ্যোগ পতঞ্জলির

রামদেব জানান, দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি উপযোগী হলেই তাঁরা উদ্যোগ নেবেন৷

Patanjali Set To Shake Up Products in Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 9:37 am
  • Updated:September 12, 2016 9:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল, বাংলাদেশের বাজারে ইতিমধ্যেই পৌঁছেছে রামদেবের সংস্থা পতঞ্জলির নানাবিধ পণ্য৷ বাদ নেই সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের নানা দেশও৷ এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পাকিস্তান ও আফগানিস্তান৷
রামদেব জানান, দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি উপযোগী হলেই তাঁরা উদ্যোগ নেবেন৷ বাণিজ্যের প্রসারে হালফিলে নতুন নতুন পণ্য উৎপাদনে মন দিয়েছে পতঞ্জলি। দিন কয়েক আগেই বাবা রামদেব জানিয়েছেন, শীঘ্রই বস্ত্রশিল্পে পা রাখবেন তাঁরা৷ বছরশেষে বা আগামী বছরের গোড়ায় বাজারে আসবে ‘স্বদেশি জিনস’৷
পাশাপাশি পতঞ্জলি সাম্রাজ্যের ডালপালা ছড়াবে ইউরোপ ও আমেরিকারের বাজারেও, আশা যোগগুরুর৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement