Advertisement
Advertisement

Breaking News

Patanjali Ayurved

পতঞ্জলির ১৪টি পণ্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, ‘বিক্রিও বন্ধ হচ্ছে’, জানাল সংস্থা

গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করে।

Patanjali Ayurved informed Supreme Court that it has stopped the sale of the 14 products
Published by: Subhajit Mandal
  • Posted:July 9, 2024 6:57 pm
  • Updated:July 9, 2024 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে রামদেবের সংস্থা পতঞ্জলি ইতিমধ্যেই বার কয়েক ভর্ৎসিত হয়েছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। এবার ওই সংস্থার বিরুদ্ধে আরও কড়া শীর্ষ আদালত। রামদেবের সংস্থার ১৪টি পণ্যের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। অবিলম্বে ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে।

গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করে। এদিন হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে ওই ১৪টি পণ্যের সমস্তরকম বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করতে হবে। ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম অন্যান্য মাধ্যমেও রাখা যাবে না বিজ্ঞাপনগুলি। পতঞ্জলি যে বিজ্ঞাপনগুলি বন্ধ করছে, সেটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে।

Advertisement

[আরও পড়ুন: কাঠুয়া জঙ্গি হামলায় পাক-যোগ! ব্যবহৃত হয়েছিল মার্কিন অস্ত্র, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য]

এই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনই পতঞ্জলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ করেছিল। শুনানিতে অবশ্য পতঞ্জলির আইনজীবী মুকুল রোহাতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, যে ১৪টি পণ্যের লাইসেন্স উত্তরাখণ্ড সরকার বাতিল করেছিল, সেই পণ্যগুলি বিক্রিও বন্ধ করেছে সংস্থা। পতঞ্জলির পাঁচ হাজারের বেশি স্টোর থেকে পণ্যগুলি ইতিমধ্যেই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।

[আরও পড়ুন: ‘হিন্দুত্ব নিয়ে বক্তব্য সম্পূর্ণ ঠিক’, রাহুল গান্ধীর পাশে শঙ্করাচার্য]

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে হরিদ্বারের আয়ুর্বেদিক ও ইউনানি আধিকারিক ফৌজদারি মামলা দায়ের করেছেন যোগগুরু রামদেব (Ramdev) ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে। পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাও চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement