Advertisement
Advertisement

স্ত্রীকে অবহেলা, ৮ অনাবাসী ভারতীয়র পাসপোর্ট বাতিল করল কেন্দ্র

কঠোর পদক্ষেপ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের।

Published by: Saroj Darbar
  • Posted:July 20, 2018 2:34 pm
  • Updated:July 20, 2018 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বিয়ে। তারপর স্ত্রীকে ফেলে পালানো। পালানো মানে একেবারে দেশের বাইরে। আর টিকির নাগাল নেই। পরে আবার ফেরার অবকাশ রইল। কিন্তু আপাতত কোনও দেখাসাক্ষাৎ নেই। স্ত্রীর দায়িত্বপালনেও ইতি। একাধিক এরকম ঘটনার খবর আসার পরই এবার নড়েচড়ে বসল কেন্দ্র। কঠোর পদক্ষেপ নিয়ে এরকম কাণ্ড ঘটানো আট অনাবাসী ভারতীয়র পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। এর আগে এই ধরনের বিবাহ পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তৈরি হওয়ার পর থেকেই অভিযোগ আসতে শুরু করে। প্রায় সত্তরটি অভিযোগ জমা হয়। তা খতিয়ে দেখা শুরু করে মন্ত্রক। সেখান থেকেই প্রাথমিকভাবে আটটি অভিযোগকে চূড়ান্ত বলে সাব্যস্ত করা হয়েছে। প্রতিক্ষেত্রেই বিয়ের পর স্ত্রীকে অবহেলা করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই অনাবাসী ভারতীয়দের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানান, রাজ্যগুলিকে জানানো হয়েছে, এরকম এনআরআই বিবাহ নথিভুক্ত হলেই তা যেন মন্ত্রককে জানানো হয়। এই ধরনের বিবাহ নথিভুক্ত করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যগুলির তথ্য মন্ত্রকের হাতে এলেই তা পুরোদমে সক্রিয় হয়ে উঠবে। এনআরআই বিবাহে নানা ঘটনা ঘটতে থাকায় একাধিক প্রস্তাবের কথা ইতিমধ্যেই ভেবেছে কেন্দ্র। তার মধ্যে আছে অনাবাসীর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাবও। সাত দিনের মধ্যে এই ধরনের বিবাহ নথিভুক্ত না হলেও পাসপোর্ট-ভিসা বাতিল হতে পারে। তবে এই প্রস্তাব এখনও কার্যকরী হয়নি। তার আগেই আটটি ক্ষেত্রে পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement