Advertisement
Advertisement
Passport Seva Portal

পাঁচ দিন বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল, কেন এমন সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের?

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ রাখার কথা জানাল বিদেশ মন্ত্রক।

Passport Seva Portal to be down from 29 August to September 2
Published by: Kishore Ghosh
  • Posted:August 29, 2024 12:46 pm
  • Updated:August 29, 2024 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে পাঁচদিন অনলাইনে পাসপোর্টের জন্য কোনও রকম আবেদন করতে পারবেন না গ্রাহকরা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল(Passport Seva Portal)। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি। রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হলে ফের চালু হবে পোর্টাল। মিলবে পরিষেবা।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৯ আগস্ট রাত থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল। এই সময়ে কেবল সাধারণ মানুষই নয়, পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ব্যুরো, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, ডাক বিভাগ এবং পুলিশেও। ফলে সব ক্ষেত্রেই থমকে যাবে এই সংক্রান্ত কাজ। তবে সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ৩০ আগস্টের আগেই যে আবেদন জমা পড়েছিল, সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচি জানাবে বিদেশ মন্ত্রক।

Advertisement

 

[আরও পড়ুন: ভোটের আগে গুলির লড়াইয়ে কাঁপছে কাশ্মীর, সেনার জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ থাকায় আপাতত নতুন পাসপোর্টের আবেদন কিংবা পাসপোর্ট পুনর্নবীকরণের কাজ করা যাবে না। এর জন্য সমস্যার মুখে পড়বেন বহু মানুষ। যদিও অ্যাপ রক্ষণাবেক্ষণ যে কোনও অ্যাপের জন্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপডেটেড অ্যাপ প্রযুক্তিগত ভাবেও সুবিধা দেবে গ্রাহকদেরই।

 

[আরও পড়ুন: তিন দিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে, দুর্যোগের বলি ২৯

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement