Advertisement
Advertisement

Breaking News

মহার্ঘ হচ্ছে পরীক্ষার ফর্ম, বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ

পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে যে টাকার প্রয়োজন, তারজন্যই এই মূল্যবৃদ্ধি প্রয়োজনীয় হয়ে পড়েছে৷

Passport, licences, examinations, other services will become costlier
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 8:42 pm
  • Updated:November 3, 2016 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন পাসপোর্ট করানোর কথা ভাবছেন? এবার তবে প্রয়োজনের চেয়ে কিছু বেশি টাকা সঙ্গে রাখুন নতুন পাসপোর্টের জন্য৷ কারণ নতুন পাসপোর্ট করাতে এবার খরচ পড়বে খানিক বেশি৷ সেই সঙ্গে লাইসেন্স, পরীক্ষায় বসার ফর্মের দামও বাড়াতে চলেছে কেন্দ্র৷ সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে এমন কথাই জানানো হয়েছে৷ কারণ হিসাবে বলা হয়েছে, পাসপোর্ট, লাইসেন্স এবং পরীক্ষার ফর্মের মূল্য হিসাবে আম আদমির কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তা নিতান্তই নগণ্য এবং সেই খাতে কেন্দ্রকে বাড়তি ভরতুকি দিতে হয়৷ আর এই ভরতুকির দেওয়ার জন্যই ভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কেন্দ্র৷

সম্প্রতি অর্থমন্ত্রকের তরফ জানানো হয়েছে, পাসপোর্ট, লাইসেন্সের মতো পরিষেবাগুলি সঠিকভাবে চালানোর জন্য এবং সকলের কাছে পৌঁছে দিতে যে টাকার প্রয়োজন, তারজন্যই এই মূল্যবৃদ্ধি প্রয়োজনীয় হয়ে পড়েছে৷

Advertisement

প্রসঙ্গত, আগে পাসপোর্ট করাতে খরচ হত ১০০০ টাকা৷ কিন্তু ২০১২ সালে সেই খরচ এক ধাক্কায় বেড়ে হয় ১৫০০ টাকা৷ এই টাকা যে নিঃসন্দেহে আরও বাড়তে চলেছে সেই কথাই মূলত জানিয়ে দিল কেন্দ্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement