Advertisement
Advertisement

Breaking News

Euthanasia

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দিল কর্নাটক

এর আগে দেশের প্রথম রাজ্য হিসেবে এই পথে হেঁটেছিল কেরল।

Passive Euthanasia: Karnataka enacts 'right to die with dignity', here is what it means

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 1, 2025 11:09 am
  • Updated:February 1, 2025 11:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইউথেনেশিয়া’। মৃত্যুপথযাত্রী রোগীর স্বেচ্ছামৃত্যু নিয়ে আলোচনা আজকের নয়। নেদারল্যান্ড, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ইউথেনশিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার এদেশের দ্বিতীয় রাজ্য হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ‘মর্যাদার সঙ্গে মৃত্যু’কে স্বীকৃতি দেওয়া হল কর্নাটকে। এর আগে কেরল এই পথে হেঁটেছিল দেশের প্রথম রাজ্য হিসেবে।

‘ইউথেনেশিয়া’ শব্দটি গ্রিক শব্দ ‘ইউ’ এবং ‘থানাতোস’ থেকে এসেছে। ‘ইউ’ শব্দটির অর্থ সহজ এবং ‘থানাতোস’ কথাটির মানে মৃত্যু। অর্থাৎ ‘ইউথেনেশিয়া’ শব্দটির মানে দাঁড়াচ্ছে ‘সহজ মৃত্যু’। নেদারল্যান্ড, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ইউথেনশিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেবল মৃত্যুযন্ত্রণায় কষ্ট পাওয়া মানুষই নয়, যাঁরা কোমায় রয়েছেন বছরের পর বছর ধরে, তাঁদেরও মৃত্যুর জন্য আবেদন করেন তাঁদের স্বজনরা। এবার এদেশেও তা শুরু হতে চলেছে।

Advertisement

প্রায় চার বছর আগে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল, যাঁরা মৃত্যুশয্যায় অব্যক্ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হবে। কিন্তু তা মিলবে কঠোর নির্দেশিকার ভিত্তিতেই। অর্থাৎ এতদিনের স্থবির পরিস্থিতি এক লহমায় বদলে গিয়েছিল। ২০১৮ সালের সেই রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মর্যাদার সঙ্গে মৃত্যু ব্যক্তির মৌলিক অধিকার। পরে ২০২৩ সালে সেই নির্দেশিকাকে আরও সংশোধন করা হয়। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও ব্যক্তি যদি নোটারি বা সরকারি অফিসারের সম্মতিক্রমে উইল করে যান, তবে তা বৈধ বলেই গণ্য করতে হবে। সেখানে লিখিত ভাবে সেই ব্যক্তি জানিয়ে যেতে পারবেন, ভবিষ্যতে তিনি একেবারেই নিশ্চিত মৃত্যুর মুখে চেতনাহীন থাকলে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া যাবে। এবার সেই নির্দেশ মেনে নিশ্চিত মৃত্যুর মুখে থাকা ব্যক্তির পরোক্ষ ‘ইউথেনেশিয়া’য় স্বীকৃতি দিল কর্নাটক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub