Advertisement
Advertisement

Breaking News

আচমকাই বিমানে নগ্ন হলেন যাত্রী, দেখুন তারপর কী হল

তাজ্জব ওই বিমানের সহযাত্রীরা৷

Passenger strips on plane
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2018 1:22 pm
  • Updated:December 30, 2018 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ছাড়ার ঠিক আগের মুহূর্তে অবাক কাণ্ড ঘটালেন এক যাত্রী৷ আচমকাই নগ্ন হয়ে গেলেন তিনি৷ ওই অবস্থাতেই বিমান থেকে নেমে পড়ারও চেষ্টা করেন ওই যাত্রী৷ তবে কি কারণে এহেন কাজ করলেন তিনি, সেই জট এখনও কাটেনি৷ বিমানযাত্রীর কার্যকলাপে হতবাক সহযাত্রীরা৷ বিমানকর্মীরাও যে অবাক হয়ে যাননি, তাও কিন্তু নয়৷ 

[হোমে কিশোরীদের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে নির্যাতন, দিল্লিতে চাঞ্চল্য]

এয়ার ইন্ডিয়ার আই এক্স ১৯৪ বিমান৷ দুবাই থেকে লখনউগামী ওই বিমানটি শনিবার তখন সবে ছাড়বে৷ বিমানে অন্তত ১৫০ জন যাত্রী রয়েছেন৷ বিমান ছাড়ার প্রস্তুতির কথা ঘোষণার পর সকলেই সিট বেল্ট বেঁধে বসে পড়েছেন৷ এমন সময় এক যাত্রীর কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া সকলের৷ সিট বেল্ট বাঁধা তো দূরস্ত, হঠাৎ করে পোশাক খুলে ফেললেন ওই যুবক৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই এক্কেবারে নগ্ন হয়ে যান তিনি৷ এই দৃশ্য দেখে তাজ্জব তাঁর সহযাত্রীরা৷ তাঁকে দেখে কেউ কেউ চোখে হাত চাপা দিয়েছেন৷ আবার অনেক সহযাত্রী কি করা উচিত তা বুঝে উঠতেও পারছিলেন না৷ বোকার মতো নগ্ন যাত্রীর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অনেকেই৷ তবে নগ্ন যাত্রীর যদিও তাতে কিছুই আসে যায় না৷ কে দেখছেন আর কে না দেখছেন, সে বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর৷ বরং নগ্ন অবস্থাতেই বিমান থেকে নামতে চান ওই যাত্রী৷

Advertisement

Passenger strips on plane

[পকসোয় সংশোধন, শিশুকে যৌন নির্যাতন করলে হতে পারে ফাঁসি]

যাত্রীর এমন কার্যকলাপে কিছুটা হলেও অবাক হয়ে যান বিমানকর্মীরা৷ তবে নগ্ন যাত্রীকে সামলাতে দৌড়তে দৌড়তে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা৷ একটি তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় ওই যাত্রীর নগ্ন দেহ৷ এরপর নির্দিষ্ট সিটে বসানো হয় ওই যুবককে৷ এত কাণ্ডের পর যদিও বেশ খানিকটা হতচকিত হয়ে যান ওই যাত্রী নিজেও৷ শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ বিমান পৌঁছায় লখনউতে৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে ওই যাত্রীকে তুলে দেওয়া হয়৷ তবে কী কারণে এমন অদ্ভুত কাণ্ড ঘটালেন ওই যাত্রী, তা এখনও জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement