সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল দিল্লি-জব্বলপুরগামী একটি বিমান। এটিআর-৭২ বিমানটি রানওয়েতে নামার সময় পিছলে যায়। কিন্তু চালকের তৎপরতায় শেষ পর্যন্ত পরিত্রাণ পান বিমানের ৫৫ জন যাত্রী।
ঠিক কী হয়েছিল? শনিবার দুপুরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ডুমনা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি নামছিল রানওয়েতে। কিন্তু অবতরণ মসৃণ না হওয়ায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। সেটিকে মাটিতে নেমে আসতে দেখা যায়। কিন্তু চালকের তৎপরতায় শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও ক্ষতি হয়নি বিমান থাকা যাত্রীদের।
এরপরই দ্রুত সেখানে উপস্থিত হন বিমানবন্দরের আধিকারিকরা। সঙ্গে সঙ্গে ওই এলাকা সিল করে বিমানের যাত্রীদের লাউঞ্জে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে হাজির ছিলেন দমকল কর্মীরাও। ঠিক কেন বিমানটি পিছলে গেল রানওয়েতে? এখনও পর্যন্ত সেই কারণ জানা যায়নি।
Madhya Pradesh | Runway excursion occurred at Jabalpur. An Alliance Air ATR-72 aircraft, with around 55 passengers onboard from Delhi, went off the runway at Jabalpur.
All passengers are safe. pic.twitter.com/UluvwbZhHY
— ANI (@ANI) March 12, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.