ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: বড় পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পাশ-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার ঘোষণা কেন্দ্রের। তবে সব শ্রেণিতে নয়। কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে। যার ফলে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা।
এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ-ফেলের বিষয় ছিল না। তবে এই ব্যবস্থার ফলে শিক্ষামন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশুনোর প্রতি আগ্রহ হারাচ্ছে। যার জেরে শিক্ষা ব্যবস্থায় আনা হল বড়সড় সংশোধন। অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা। যদি এই দুই ক্লাসে কোনও পড়ুয়া কোনও বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যে সেই বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেখানেও ফেল করলে অনুর্ত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হবে। ফলে আরও এক বছরের জন্য সেই ক্লাসেই থাকতে হবে পড়ুয়াকে।
অবশ্য নয়া বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের উপর বাড়তি নজর দিতে হবে শিক্ষকদের। প্রয়োজনে অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও শিশুকে কোনও স্কুল থেকে বহিষ্কার করা হবে না।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিক্ষার অধিকার বিল সংশোধন করেছিল মোদি সরকার। যে বিলের মাধ্যমে ফেরানো হয়েছিল পাশ-ফেলের পুরানো নিয়ম। সেই বিল পাশের পর ১৬ রাজ্য ও দুই কেন্দ্র শাসিত অঞ্চলে তা গ্ৰহণ করেনি। এবার কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেশের সব কেন্দ্রীয় বিদ্যালয়ে নয়া নীতি লাগু হয়ে যাবে। তবে রাজ্যগুলি কেন্দ্রের এই সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তা সম্পূর্ণ রূপে থাকবে রাজ্যের হাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.